এবার বাংলাদেশে এক নাটকীয় প্রতিবাদের ছবি উঠে এল বিএনপি নেতা রুহুল রিজভির প্রতিবাদ ঘিরে। এই বিএনপি নেতা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন।🅠 আর তার জেরেই তাঁর স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে তিনি ভারতের বিরোধিতার সুর চড়া করেন।
রিজভি বলছেন,' ভারতীয় ভিসা বন্ধ করে বা𒅌ংলাদেশ সরকার ঠিক করেছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব।' ভারতের বিরুদ্ধে ক্ষোভ উসকে দিয়ে রিজভি বলছেন,'ভারত যআ বলবে তাই শুনতে হবে, এমন শেখ হাসিনার মতো দুই একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।' ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে তিনি বলেন, যারা আমার দেশের পতাকাকে ছিঁড়ে দেয়, তাঁদের দেশের পণ্য বর্জন করব। তিনি এও 💛বলেন যে, ভারতের যে শাড়ি বাংলাদেশের মা বোনেরা কিনতেন, তা আর কেনা হবে না। তিনি বলেন, ভারতের সাবান, টুথপেস্ট কোনও কিছুই কেনা হবে না। পেঁয়াজ প্রসঙ্গে তিনি সুর চড়া করে বলেছেন, ভারতের পেঁয়াজের চাইতে বাংলাদেশে পেঁয়াজের ঝাঁঝ বেশি, ভারতের মরিচের থেকে বাংলাদেশের মরিচের ঝাল বেশি। ইতিমধ্যেই রিজভির এই সমস্ত মন্তব্য ইন্টারনেটে ভাইরাল!
সদ্য বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে ঢাকায় প্রেস ক্লাবের সামনে নিজের স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে প্রতিবাদে সামিল হন রিজভি। তিনি জানান, পুরনো ভারতীয় শাড়ি আমার স্ত্রীর ছিল। সেই শাড়ি আমাকে দিয়েছে, এই শাড়ি আমি আপনাদের সামনে ছুড়ে ফেললাম। এরপরই তিনি ভারত বিরোধী স্লেগান দেন ও শাড়িটিতে আগুন লাগানো হয়। তিনি বলেন,আমরা টাঙ্গাইলের শাড়ি পড়ব, আমরা রাজশাহীর সিল্ক পড়ব, আমরা কুমিল্লার খদ্দর পড়ব। ক্ষোভের সুর চড়িয়ে তিনি বলেন,ভারতের অনেক সাংবাদিক, অনেক রাজনৈতিক নেতা তারা বলেন যে, ভারতে না গেলে আপনাদের (বাংলাদেশের মানুষের) চিকিৎসা হয় না। আমি প্রশ্ন করি, আরে আপনারা কি বিনা পয়স▨ায় চিকিৎসা দেন… আপনারা কি বিনা টাকায় এক কাপ চা খাওয়ান…?
এদিকে, রিজভির এই গোটা পর্বের পর নেটপাড়া খোঁচার সু𝕴রে নানান প্রশ্ন তুলেছে। তারমধ্যে একজন নেটনাগরিকের প্রশ্ন,' এতোই যদি ভারত বিদ্বেষ, তাহলে তার স্ত্রী ভারতীয় শাড়ি কিনে আলমারি ভরে রেখেছে কেন?? জানতে💜 চাওয়া আমার মন..!'