আন্তর্জাতিক মুদ্রা তহবিলের থেকে আরও আর্থিক সাহায্য পেতে মুদ্রানীতিতে বড় পরিবর্তন করল বাংলাদেশ। রবিবার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বাংলাদেশি মুদ্রা তথা টাকার সঙ্গে বিদেশি মুদ্রার (যেমন- মার্কিন ডলার) কোনও বিনিময় মূল্য নির্দিষ্ট করে দেওয়া হবে না। বরং ভারতে যেমন হয়, সেরকমভাবেই বাজারের উপর বাংলাদেশি টাকার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য হেরফের করবে। অর্থাৎ মার্কিন ডলারের বিনিময় মূল্য কত হবে, তা নির্ধারণ করবে না সরকার। পুরোটাই বাজারের উপর নির্ভর ক💝রবে।
এমনিতে বাংলাদেশ যে ঋণের বোঝায় ডুবে আছে, সেরকম নয়। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্যাকেজের আওতায় যত বেশি সম্ভব আর্থিক সাহায্য পাওয়া যায়, সেজন্য নিজস্ব মুদ্রা📖র উপর সরকারি নিয়ন্ত্রণ কিছুটা কমিয়ে দেওয়ার পথে হেঁটেছে বাংলাদেশ। সেই একই কারণে চলতি বছর ইতিমধ্যে একইপথে হেঁটেছে পাকিস্তান, ইজিপ্ট, লেবাননের মতো দেশ। অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে নির্দিষ্ট বিনিময় মূল্য ছ♌িল, তা তুলে নেওয়া হয়েছে।
রবিবার বাংলাদেশ ব্যা𒁏ঙ্কের সদর দফতরে সেদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর আবদুর রউফ তালুকদার জানান, বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে আর নির্দিষ্ট কোনও বিনিময় মূল্য থাকবে না। বাজারের উপর বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য নির্ভর করবে। সেইসঙ্গে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, সেই নীতির ফলে বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা আসবে। লাভ হবে বাণিজ্য, ব্যক্তি ও অর🐼্থনীতির ক্ষেত্রে।
আরও পড়ুন: AC bill saving 🎉tips: ১৮-তে AC না চালিয়ে এই তাপমাত্রা রাখুন, ৩০% কমবে বিদ্যুতের বিল, লাগবে না গরমও
কবে থেকে টাকা ও ডলারের বাজার-নির্ভর বিনিময় মূল্য কার্যকর হবে?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে নয়া মুদ্রানীতি কার্যকর হবে। সেদিন থেকে টাকার সঙ্গে ডলার💜-সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যের নয়া নিয়ম চালু হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকে প্রথমবার সেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। মূলত উত্থান-পতন রুখতে এবং আমদানিকৃত সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে টাকার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য নির্দিষ্ট করে রাখা হত। নয়া সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থভাণ্ডার বাড়বে এবং রফতানির প্রতি আকর্ষণ আরও বাড়বে।
আরও পড়ুন: জাল প⛄াসপোꦑর্ট- ৫ মহাদেশ ঘুরে US-তে যাওয়ার 'গেম' বাংলাদেশিদের, আছে পাকিস্তানি যোগও