বিশ্বের ক্ষমতাশালী নারীদের তালিকায় এবারেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোবর্সের প্রকাশিত তালিকায় ১০০ জন ক্ষমতাশালী ব্যক্তিত্বের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। তালিকায় ৪০ তম স্থান অধিকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। সীতারামন ৩৭ তম স্থানে রয়েছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা। গত বছর ফোবর্সের ক্ষমতাশালীদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। এবারেও তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি। এবার ফোবর্সের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেও জায়গা করে নিয়েছেন হাসিনা। ফোবর্সের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোসের স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস্টিন লাগার্দে। তবে দীর্ঘদিন পর তালিকায় নেই জার্মানির প্রাক্তন চ্যান্সেলার অ্যাঞ্জেলা মের্কেল। ১১ বছর ফোবর্সের তালিকায় জায়গা করে নিয়েছিলেন এই ক্ষমতাশালী নেত্রী।