ꦍ আজ ২৫ মার্চ রাতে গোটা বাংলাদেশে ১ মিনিটের জন্য থাকবে ব্ল্যাকআউট। ১৯৭১ সালের ২৫ মার্চের নারকীয় গণহত্যার ভয়াবহ স্মৃতি বুকে আগলে গোটা বাংলাদেশে এই ১ মিনিট নিষ্প্রদীপ( কেপিআই—জরুরি স্থাপনা ছাড়া) থাকবে। ১৯৭১ সালের সেই অভিশপ্ত দিনের ঘটনা স্মরণ করে, ‘কালরাত’ পালন করবে বাংলাদেশ। কখন হবে এই ব্ল্যাকআউট শুরু? কালরাতের নেপথ্যে কোন রক্তাক্ত পর্ব রয়েছে? দেখে নেওয়া যাক।
কালরাত স্মরণ:-
🍸গণহত্যা দিবস ঘিরে বাংলাদেশে আজ রাতে ১০.৩০ মিনিট থেকে ১০.৩১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট থাকবে। তবে এই ব্ল্যাকআউটের আওতা থেকে বাইরে থাকবে সেদেশের জরুরি ব্যবস্থাপনার অংশগুলি। এই কালরাত স্মরণের দিনে সেই গণহত্যায় শহিদদের স্মৃতি স্মরণ করে বাংলাদেশ। পাকিস্তানি সেনার হাত ধরে কী ঘটেছিল সেদিন?
২৫ মার্চ ১৯৭১র গণহত্যা:-
🎶ঘটনা ১৯৭১ সালের। তারিখ ২৫ মার্চ। সেদিনের রাত ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ রাত। ঘটনা ঢাকা শহরের। সারাদিনের কাজের পর ঘরে ফেরা মানুষ যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন। তখন ‘অপারেশন সার্চলাইট’ নিয়ে ময়দানে নামে পাকিস্তানি সেনা। নিরপরাধ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ট্যাংক, মর্টার, মেশিনগান, রাইফেলসহ মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সেনা। ঢাকা জুড়ে রক্তাক্ত দৃশ্য উঠে আসতে থাকে। দিকে দিকে স্বজনহারার আর্তনাদ। একটি জায়গায় নয়। নানান জায়গায় এই হত্যালীলা চালায় পাকিস্তানের সেনা বাহিনী। সেই বেদনাক্রান্ত দিনটি বাংলাদেশে ’কালরাত' হিসাবে স্মরণ করা হয়। তথ্য বলছে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় হানাদার পাকিস্তান সেনাবাহিনী শুরু করে তাদের কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট'। তৎকালীন সেনা নিবাস থেকে পাকিস্তানের সেনা ট্যাঙ্ক নিয়ে বের হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজারবাগের পুলিশ লাইনস সহ একাধিক জায়গায় হানা চলে, বলে তথ্য জানান দেয়। সেই ঘটনাকে স্মরণে রেখেই বাংলাদেশ আজ ‘কালরাত’ পালনে রাতে ১ মিনিটের ব্ল্যাকআউট পালন করবে।