সদ্য শনিবার বিজেপি ঘোষণা করেছে লোকসভা ভোটে ১৯৫ জন প্রার্থীর নাম। এদিকে, বিজেপির এই ঘোষণার পরই উত্তর প্রদেশের বারাবাঁকির সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের একটি ভু🎀য়ো অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে থাকে। ঘটনার পরই যোগীগড়ের পুলিশ পদক্ষেপ ক♋রেছে।
পুলিশ বলছে, কিছু দুষ্কৃতির কীর্তি এই ঘটনা। ইতিমধ্যেই বারাবাঁকির সাংসদ উপেন্দ্র রাওয়াতের সচিব বারাবাঁকি পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে, জানানো হয়েছে, বারাবাঁকির সাংসদ উপেন্দ্র রাওয়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এমন পদক্ষেপ করা হচ্ছে। উপেনদ্র রাওয়াতের শিবিরের দাবি, যে ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তা ভুয়ো। তবে এফআইআর-এ কোনও বিশেꦏষ ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, সন্দেহ করা হচ্ছে যে, বিরোধীপযক্ষের কেউ এই ঘটনায় জড়িত রয়েছেন।
উল্লেখ্য, সদ্য মন্ত্রীদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী তাঁদের ডিপ ফেক নিয়ে সতর্ক থাকতে বলেন নির্বাচনের আবহে। প্রসঙ্গত, এবার লোকসভা ভোটে ১৯৫ জন প্রার্থীর নাম প্রথম ধাপে ঘোষণা করেছে বিজেপি। তারমধ্যে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর নাম রয়েছে। সেই প্রেক্ষাপটে মন্ত্রীদের মোদী সতর্ক করে বলেন, মানুষের সঙ্গে মিশতে গিয়ে বা কোনও মন্তব্য করার আগে যেন মন্ত্রীরা ভেবে চিন্ত♒া করে তারপর তা করেন।
( Eclipse 2024: ২০২৪ এর প্রথম গ্রহণ ꦉপড়ছে মার্চে! চন্দ্রগ্রহণ কবে? ভারত থেকে কি দেখা যাবে? দেখে নিন তারিখ, সময়)
এদিকে, বারাবাঁকিতে পুলিশের অ্যাডিশনাল সুপারিন্টেডেন্ট অফ প🍌ুলিশ বলেন, পুলিশ আপাতত সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে যাতে কোথা থেকে এই ভিডিয়ো ছড়িয়েছে, সেই মূল সূত্রটিক🎶ে খুঁজে পাওয়া যায়। এছাড়াও এই ভিডিয়ো ছড়ানোর নেপথ্যে কারা রয়েছে, তাদের খুঁজে পেতে ময়দানে নেমেছে যোগী সরকারের পুলিশ। পুলিশ বলছে, খুব শিগগির ওই দুষ্কৃতিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সদ্য ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। শনিহার বিজেপির প্রকাশিত তালিকায় উত্তর প্রদেশের ৫১ জনের নাম প্রকাশ পায়। সেখানে বারাবাঁকিতে জয়ী সাংসজ উপেন্দ্র রাওয়াতের ওপর ভরসা রেখে তাঁকে সেই কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশে যে সমস্ত তাবড় কেন্দ্রের প্রার💮্থী তালিকা প্রকাশিত হয়েছে, তাতে গোরক্ষপুর থেকে রবি কিষণ, লখিমপুর খিরি থেকে অজয় মিশ্র, লখনউ থেকে রাজনাথ সিং, আমেঠি থেকে স্মৃতি ইরানি, মথুরা থেকে হেমা মালিনীকে প্রার্থী করা হয়েছে।