ইষ্টদেবতার পাশাপাশি ওড়িশায় ‘রাষ্ট্রদেবতা’ও তিনি। এক বিদেশি মহিলার ঊরুতে সেই প্রভু জগন্নাথদেবের ট্যাটু করার অভিযোগে ওড়িশার ভুবনেশ্বরের এক ট্যাটু শিল্পীকে গ🎶্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই সক্রিয় হয় পুলিশ। কয়েকজন জগন্নাথভক্তের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ভুবনেশ্বরের শহিদনগর থানায় দায়ের হয় মামলা।তারপরেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ওই ট্যাটু পার্লারের মালিক এবং শিল্পীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ওই বিদেশি মহিলা এমন কাজ ফের যাতে না করেন, তেমন নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই বিদেশিনি ভুবনেশ্বরে কর্মরত। তাঁকে চিহ্💫নিত করা গিয়েছে। যে পার্লারে তিনি ট্যাটু করিয়েছিলেন সেটির খোঁজও মিলেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় (ইচ্ছাকৃত ভাবে ধর্ম ও ধর্মবিশ্বাসে অবমাননা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত) এফআইআর করা হয়েছে।থানায় অভিযোগকারী এক জগন্নাথভক্ত জানিয়েছেন, ঘটনার জেরে ওই বিদেশিনি এবং পার্লারের মালিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন।মহিলা একটি ভিডিও বার্তায় বলেছেন, 'আমি কখনও চাইনি যে ভগবান জগন্নাথ এর প্রতি অসম্মান করা হোক। আমি সত্যিকার ভক্ত এবং প্রতিদিন মন্দিরে যাই। আমি একটি ভুল করেছি এবং তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি শুধুমাত্র ট্যাটু শিল্পীকে বলেছিলাম এটি লুকানো স্থানে আঁকতে, আমি কোনও সমস্যা সৃষ্টি করতে চাইনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। যত দ্রুত সম্ভব, আমি এটি সরিয়ে ফেলব। দয়া করে আমার ভুলটি ক্ষমা করে দিন।'
অন্যদিকে ট্যাটু পার্লারের মালিক জানান, মহিলাটি তাঁর দোকানে এসে ভগবা💫ন জগন্নাথ এর ট্যাটু করার অনুরোধ করেছিলেন। 'আমাদের কর্মীরা তাকে এটি অঙ্গুলিতে করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি ঊরুতে এটি করতে অনুরোধ করেন। আমি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ওই সময় দোকানে ছিলাম না। ট্যাটু শিল্পী ট্যাটুটি ২৫ দিনের মধ্যে কভার করবেন বা💯 সরিয়ে ফেলবেন, কারণ এখন এটি সরালে ইনফেকশন হতে পারে।'
ওড়িশার জনসমাজে বহু শতাব্দী ধরেই প্রভ♔ু জগন্নাথদেব ইষ্টদেবতার আসনে প্রতিষ্ঠিত। অতীতেও তাঁর অবমাননার অভিযোগে প্রতিবাদের ঝড় উঠেছে। গত মে মাসে বিজেপির ক্ষমতা দখলের পর এই প্রথম জগন্নাথ অবমাননার অভিযোগ উঠল বাংলার প্রতিবেশী রাজ্যে। সেই 📖‘কলিঙ্গ দেশে’ ধর্মীয় অবমাননার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।