ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার সকালের একটি ভিডিয়ো কার্যত নজর কেড়েছে নেট পাড়ায়। সেখানে দেখা গিয়েছে মেলোনি সহ একাধিক বিশ্ব নেতা অপেক্ষা করছিলেন জো বাইডেনের জন্য। ওয়াশিংটনে NATO সামিটের তৃতীয় দিনের ঘটনা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে। এদিকে ফিনিস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময় মেলোনি চোখ পাকান বলে খবর। আসলে নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল। তারপরেও আসেননি জো বাইডেন। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে সামিট শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়।মেলোনি ও মিস্টার স্টাব ফোনটা বের করে সময় দেখেন। এদিকে ক্যামেরার দিকে দেখার আগে এই দেরি হওয়া নিয়ে চোখ, মুখ পাকান মেলোনি। দেখুন সেই ভিডিয়ো। প্রথমে মেলোনি হাতঘড়ি দেখতে চান। কিন্তু সেটা তাঁর হাতে ছিল না। এরপর মোবাইল বের করেন অন্যরা। এরপরই তিনি চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করেন। পরে অবশ্য় ক্যামেরা দেখে হেসে ফেলেন তিনি।তবে পুরোটাই ধরা পড়েছে ক্যামেরায়।এদিকে এই ক্লিপ দেখে সাড়া পড়েছে সোস্য়াল মিডিয়ায়। অনেকেই নানা মন্তব্য করছেন।তবে প্রতিবেদনে জানা গিয়েছে ১০টা ৪০ মিনিট নাগাদ এসেছিলেন বাইডেন।এর আগে জি ৭ মিটিংয়ে দেখা গিয়েছিল যে মিসেস মেলোনির সামনে স্যালুট করার ভঙ্গিতে যাচ্ছেন বাইডেন। পরে তিনি মুচকি হাসেন। এরপর তিনি বিশ্বনেতাদের এড়িয়ে কিছুটা দূরে চলে যান।পরে ইতালির প্রধানমন্ত্রী দ্রুত এসে তাঁকে উদ্ধার করেন। ফের বাইডেন ফিরে এসেছিলেন বিশ্বনেতাদের কাছে।