বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘জঙ্গিদের একে সিরিজের রাইফেল আর…’ অপারেশনে কেল্লারের বড় আপডেট দিল ভারতীয় সেনা
পরবর্তী খবর
অপারেশন কেল্লার। তিন কুখ্য়াত জঙ্গিকে নিকেশ করা হয়েছে কাশ্মীরে। এবার এনিয়ে বড় আপডেট দিল সেনা। তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে সেটা জানানো হয়েছে সেনার তরফে।
ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গিয়েছিল কেল্লারের জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গিরা, সোপিয়ান জেলায়, জম্মু ও কাশ্মীরের। এরপরই শুরু হয় অভিযান। ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ গত ১৩ মে এই অভিযান করে। এরপর তার ফলাফলে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে। হার্ডকোর টেররিস্ট। তার মধ্যে লস্কর ই তইবা বা টিআরএফের স্থানীয় কমান্ডারও ছিল। এরা এই এলাকায় নানা ধরনের জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল। তাদের কাছ থেকে যে সমস্ত কিছু পাওয়া গিয়েছে তার মধ্য়ে অন্য়তম হল একে সিরিজের রাইফেল, প্রচুর গুলি, গ্রেনেড, যুদ্ধ করার মতো অস্ত্র মজুত করেছিল।
অপারেশন কেল্লার।