Election Result 2024: মাত্র ৬ লক্ষ ভোটের জন্য বিজেপি ২৭২-এর টার্গেট ছুঁতে পারল না, চমকে দেওয়া হিসেব
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2024, 02:57 PM IST৫৪৩ সদস্যের লোকসভায় বিজেপি ২৪০টি আসন পেলেও টানা তৃতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ব🌳িজেপি
৫৪৩ সদস্যের লোকসভায় বিজেপি ২৪০টি আসন পেলেও টানা তৃতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ব🌳িজেপি
NEW DELHI : ৪০০ পার করার টার্গেট নিয়ে এবার ভোটে নেমেছিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে সেই টার্গেট থেক🍸ে অনেক দূরে রয়েছে গেরুয়া শিবির। কিন্তু এবার সেই ভ𒉰োটের ফলাফল ঘোষণার পরে ও ভোটের সংখ্য়া পর্যালোচনার পরে যে তথ্য দেখা দিয়েছে তা চমকে দেওয়ার মতো।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কেন্দ্রে তার টানা তৃতীয় সরকার গঠন করতে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৮ জুন শীর্ষ পদে টানা তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন। তবে ৫৪৩ সদস্যের বিধানসভায় ২৪০টি আসন পেয়ে গেরুয়া শ🍸িবির জেপি নড্ডার নেতৃত্বাধীন দলটির একক সংখ্যাগরিষ্ঠতার হ্যাটট্রিক থেকে বঞ্চিত হয়েছ♒ে।
বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোꦇক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩🌳টি লোকসভা আসন জিতেছে, যা সংখ্যাগরিষ্ঠতার (২৭২) চেয়ে ২১টি বেশি।
একটি সমীক্ষা অনুযায়ী, বিজেপি এককভাবে ২৭২টি আসন জি♔ততে পারেনি। এটি মোট 𒈔২৩.৫৯ কোটি ভোট (৩৬.৬% ভোট শেয়ার) পেয়েছে, যা পাঁচ বছর আগে ২২.৯ কোটি (৩৭.৩%) ছিল।