দিল্লিতে বিজেপি ভোটে জিতেছে এই ক'দিন হল। এই প্রথমবার দিল্লি এনআরসি এলাকার সব রাজ্যে ক্ষমতায় এল বিজেপি। তবে এরই মধ্যে হরিয়ানায় দল চরম অস্বস্তিতে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং দলের রাজ্য সভাপতি মোহন লাল বাদোলির সমালোচনা করায় সোমবার হরিয়ানার মন্ত্রী অনিল ভিজকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিজেপি। সেই নোটিশে মোহন লাল বাদোলি লিখেছেন, 'আপনি সম্প্রতি দলের (রাজ্য) সভাপতি (বাদোলি) এবং মুখ্যমন্ত্রীর পদের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। এগুলো গুরুতর অভিযোগ এবং দলের নীতি ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী।' বিজেপির সর্বভারতীয় সভাপতির নির্দেশের পরেই নোটিস জারি করা হয়েছে উল্লেখ করেন বাদোলি। এই নিয়ে বাদোলি নোটিশে অনিলকে নির্দেশ দেন, 'আমরা আশা করছি আপনি তিন দিনের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দেবেন।' (আরও পড়ুন: 🌜এবার মিশে যাবে 'পে লেভেল'? সরকারি কর্মীদের একাংশের পকেটে ঢুকবে বেশি টাকা?)
আরও পড়ুন: 𓄧স্বস্তি ফিরল মইপিঠে, বনকর্মীর ওপর হামলা করা বাঘ ধরা পড়ল ভোররাত সাড়ে ৩টের সময়
উল্লেখ্য, গত সপ্তাহে, অনিল ভিজ কিছু ছবি পোস্ট করেছিলেন যাতে দেখা যায় যে সাইনির এক 'বন্ধুর' সাথে কিছু 'কর্মীরা' আছেন। ২০২৪ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে অনিল যে নির্দল প্রার্থীকে হারিয়েছেন, তাঁর সাথেও দেখা গেছে এই 'বন্ধুকে'। উল্লেখ্য, অক্টোবরের নির্বাচনে অনিল ভিজ আম্বালা ক্যান্টনমেন্ট আসন থেকে নির্দল প্রার্থী চিত্রা সরওয়ারাকে পরাজিত করে সপ্তমবারের মতো জয়ী হয়েছিলেন। অনিলের অভিযোগ ছিল, তাঁকে হারানোর ষড়যন্ত্র করা হয়েছিল। এই আবহে তিনি গত ৩১ জানুয়ারি দাবি তোলেন, তাঁকে হারানোর ষড়যন্ত্র করা ব্যক্তিদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিক। তিনি বলেন, 'আমি এই ইস্যুটা উত্থাপন করেছি প্রায় ১০০ দিনের ওপরে হয়ে গেল। তবে আমার অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি।' (আরও পড়ুন: ꦆঢাকায় বইমেলার স্টলে হামলা, 'জিহাদিরা পর্ন দেখে', তোপ তসলিমার, ইউনুসের সরকার বলল…)
আরও পড়ুন: ꦫমণিপুরে সময়ের মধ্যে নয়া CM খুঁজে পাবে BJP? নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন?
💯এরপর মুখ্যমন্ত্রীকে তোপ দেগে অনিল ভিজ বলেন, 'মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সাইনি হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছেন। তিনি যদি মাটিতে পা রাখেন, তাহলে সাধারণ মানুষের কষ্ট তাঁর চোখে পড়বে।' এদিকে এর আগে ৩০ জানুয়ারি অনিল অভিযোগ করেন, তাঁর কেন্দ্রের উন্ননের জন্যে তিনি আদিকারিকদের যে নির্দেশ দিচ্ছেন, তা অমান্য করা হচ্ছে। এই আবহে কৃষকনেতা জগজিৎ সিং ডাল্লেওয়ালের মতো তিনিও আমরণ অনশন শুরুর হুঁশিয়ারি দিয়েছিলেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি বাদোলির বিরুদ্ধে ধর্ষণের মামলা থাকায় তাঁর পদ ছাড়া উচিত বলে দাবি করেছিলেন অনিল ভিজ। হিমাচল পুলিশ এই নিয়ে তদন্ত করেছিল। তবে কংগ্রেস শাসিত সেই রাজ্যের পুলিশ আদালতে এই মামলা সংক্রান্ত 'ক্যানসেলেশন রিপোর্ট' জমা দেয় এবং জানায়, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
🃏প্রসঙ্গত, ৭১ বছর বয়সি অনিল ভিজ ক্রমাগত সাইনির সমালোচনা করে চলেছেন। তবে মুখ্যমন্ত্রী এই বিতর্ক উড়িয়ে দিয়ে সম্প্রতি বলেন, জ্বালানি ও পরিবহণ মন্ত্রী রেগে নেই এবং একজন প্রবীণ নেতা হিসেবে তাঁর মতামত প্রকাশের অধিকার রয়েছে। প্রসঙ্গত, এর আগে মনোহরলাল খট্টর মুখ্যমন্ত্রী থাকাকালীন, তাঁর সঙ্গেও বিরোধে জড়াতেন অনিল ভিজ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজনীতিতে থাকা অনিল ভিজ নিজে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন ২০১৪ সালে। তবে দল মনোহর লাল খট্টরকে বেছে নিয়েছিল সেই সময়। এদিকে খট্টরের বদলে সাইনিকে মুখ্যমন্ত্রী করার দলীয় সিদ্ধান্তেও খুশি ছিলেন না ভিজ। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে অনিল দাবি করেছিলেন, বিজেপি সরকারে ফিরলে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি জানাবেন। তবে বিজেপি জিতে ফিরলেও সাইনি মুখ্যমন্ত্রী হন। এদিকে ভিজ অভিযোগ করেন, তাঁকে হারাতে দলের অন্দরে ষড়যন্ত্র করা হয়েছিল।