রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা ℱনির্বাচনে গেরুয়া ঝড়ে ধরাশয়ী হয়েছে কংগ্রেস। এবার অনুদানের দিক থেকে ভারতের সমস্ত রাজনৈতিক দলকে আবারও পিছনে ফেলে দিল বিজেপি। ২০২২–২৩ অর্ধবর্ষে ৭২০ কোটি টাকার অনুদান পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যা গত অর্থ বর্ষের তুলনায় ১৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যক্তিগত, কর্পোরেট এবং নির্বাচনী বন্ডের মাধ্যমে এইসব অনুদান পেয়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের অনুদান গত বছরের তুলনায় ১৬.৩ শতাংশ কমেছে। অর্থাৎ হিসেব মত দিনে প্রায় দুই কোটি টাকা অনুদান পেয়েছে বিজেপি।
আরও পড়ুন: গত অর্থ বছরে কংগ্রেস-সহ ৫ জাতীয় রাজনৈতিক দলের তুলনায় ৩গু🐓ণ বেশি অনুদান পেয়েছে BJP
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত অর্থ বর্ষে অর্থাৎ ২০২১–২০২২ সালে কংগ্রেস ৯৫ কোটি ৪০ লক্ষ টাকার অনুদান পেয়েছিল। তবে ২০২২–২৩ অর্থবর্ষে কংগ্রেস ৭৯.৯ কোটি টাকা অনুদান পেয়েছে। দৈনিক হিসাবের নিরিখে ২১ লাখ টাকা এসেছে কংগ্রেসের ঝুলিতে। তাহলে কি কংগ্রেসের প্রতি মানুষের সমর্থন কমছে? তাছাড়া এই পরিসংখ্যান আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা ত🍷াই নিয়েও জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তেলাঙ্গানাতে এবার বিআরএসকে হারিয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। সেক্ষেত্রে অনুদানের দিক থেকে বিআরএসের মতো আঞ্চলি🃏ক দলের থেকেও পিছিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। বিআরএস ২০২২–২৩ সালে ১৫৪ কোটি টাকার ২০ হাজারের বেশি অনুদান পেয়েছে।
বিভিওন্ন রাজনৈতিক দল ২০২২–২৩ সালের তাদের প্রাপ্ত অনুদানের প্রতিবেদন নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। সেই তথ্য সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তা থেকেই এই তথ্য জানা গিয়েছে। তথ্য অনুযায়ী, ২০২১–২২ সালে বিজেপি অনুদান হিসাবে ৬১৪ কোটি ৫০ টাকা পেয়েছিল। বিজেপিকে অনুদান দেওয়া সংস্থাগুলির মধ্যে অন্যতম হল প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। তারা এবার বিজেপিকে ২৫৪ কোটি ৭০ লক্ষ টাকা অনুদান দিয়েছে, যা প্রায় ৩৫ শতাংশ।
সাধারণত রাজনৈতিক দলগুলিকে প্রতি বছর একটি বার্ষিক অডিট রিপোর্ট জমা দিতে হয়। তবে নির্বাচনী বন্ডের মাধ্যমে প্রাপ্ত অনুদানের তথ্য দিতে হয় না। যদি এই অর্থ বর্ষে এখনও জন্য সমস্ত জাতীয় দল বার্ষিক অডিট রিপোর্ট এখনও জমা দেয়নি। তথ্য অনুযায়ী, এবার কংগ্রেসে অনুদানের পরিমাণ ১৫ কোটি টাকারও বেশি হ্রাস পেয়েছে। অন্যদিকে, আম আদমি পার্টির ২০২২–২৩ অর্থবর্ষে অনুদান ছিল ৩৭.১ কোটি টাকা, যা কমেছে ২.৯ শতাংশ। সিপিএমের অনুদান আবার ৪০ শতাংশ কমেছে। মাত্র ৬ কোটি টাকা অনুদান পেয়েছে সিপিএম। আবার লোকসভার প্রাক্তন স্পিকার পি কে সাংমার ন্যাশনাল পিপলস পার্টি ৭.৪ কোটি টাকার অꦛনুদান💃 পেয়েছে, যা গতবারের তুলনায় ৩৫ লক্ষ টাকা বেশি।