বাংলা নিউজ > ঘরে বাইরে > মন্দিরের বাইরে মুসলিমদের ব্যবসা করায় নিষেধাজ্ঞা, নিজের সরকারের বিরুদ্ধেই সরব BJP নেতা
কর্ণাটকে বিগত বেশ কিছু দিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে হিজাব বিতর্ককে কেন্দ্র করে। এবার সেখানে নতুন করে আরও একটি বিতর্ক তৈরি হয়েছে মন্দিরের মেলাকে ঘিরে। সম্প্রতি কর্ণাটকের বেশ কিছু জায়গায় মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে হিন্দু অনুষ্ঠানের সময় মন্দিরের বাইরে যে মেলা হবে সেখানে দোকান দিতে বা ব্যবসা করতে পারবেন না মুসলিমরা। এই ‘নিষেধাজ্ঞা’কে সমর্থন জানিয়েছে কর্ণাটক সরকারও। এই আবহে নিজের সরকারের বিরুদ্ধেই সরব হলেন বিজেপি নেতা তথা কর্ণাটক বিধান পরিষদের মনোনীত সদস্য এএইচ বিশ্বনাথ। জনতা দল (সেকুলা꧅র) থেকে বিজেপিতে এসে নাম লেখানো এই নেতার এই বিষয়ে বক্তব্য, ‘র𓆉াজ্য ইস্যুটির বিরুদ্ধে কথা না বলে শুধুমাত্র ধর্মীয় রাজনীতিতে জড়াচ্ছে নিজেকে।’