বোড়ো চুক্তি নবভারতের নতুন অধ্যায় এবং উত্তর-পূর্বে দীর্ঘ হিংসার অবসান⛦ ঘটিয়ে উন্নয়নের সোপান তৈরি করে তা নয়া যুগের উন্মেষ ঘটাতে চলেছে। শুক্রবার কোকড়াঝারে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একই সঙ্গে অসম সফ🥀রে এসে কেন্দ্রের অসম চুক্তি প্রয়োগ এবং সিএএ-বিরোধী আন্দোলন নিয়ে বিরোধীদের তুলোধনাও করলেন প্রধানমন্ত্রী।
সমবেত প্রায় ৫০ হাজার শ্রোতার উদ্দেশে এ দিন নমো বলেন, ‘গতকাল গোটা দেশ দেখেছে কীভাবে ✃গ্রামে মোটরসাইকেল মিছিল আয়োজিত হয়েছে, প্রদীপ জ্বালিয়ে দীপাবলির রোশনাই-সহ উত্সবে মেতেছেন মানুষ। সারা দেশে আপনাদের নিয়েই আলোচনা হয়েছে। ভারতের এই গুরুত্বপূর্ণ অংশে এক নতুন আলোর উদয় হয়েছে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অসম সফরেও নমোর কটাক্ষবাণে বিদ্ধ রাহুল
ভাষণে বোড়ো নেতাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ ১৩০ কোটি ভারতীয় আপনাদের অখণ্ড চিরস্থায়ী শান্তির জন্য ধন্যবাদ জানাচ্ছে। আজ আমাদের বিকাশ ও বিশ্বাস মজবুত করতে শপথ নিতে হবে, যাতে আর কোনওꦑ দিন এই ভূমিতে হিংসা মাথাচাড়া না দেয় ⛦তা সুনিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন বোড়ো চুক্তির জেরে শুধু বোড়োরাই নন, উপকৃত হবেন স্থানীয় সব উপজাতির মানুষ। তিনি বলেন, শান্তি স্থাপনের লক্💦ষ্যে বোড়ো টেরিটোরিয়াল কাউন্সিলের হাত আরও মজবুত করা হয়েছে। তাঁর আবেদনে সাড়া দিয়ে দাঁড়িয়ে উঠে হাততালি দিয়ে সমর্থন জানান সমবেত শ্রোতারা।