মানবদেহের সবচেয়ে বড় এবং মারণ রোগগুলির মধ্যে অন্যতম হল ক্যানসার। অনেক সময় শেষ পর্যায়ে ক্যানসার ধরা পড়ে। তবে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অনেকেই চিকিৎসা খরচ বহন করতে পারেন না। ফলে রোগীর মর্মান্তিক পরিণতি হয়। এই অবস্থায় ক্যানসার রোগ নিরাময় করার দাওয়াই বাতলে দিলেন যোগী রাজ্য উত্তর প্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতাꦕ সঞ্জয় সিং গংওয়ার। কোনও খরচ ছড়ায় কীভাবে ক্যানসার রোগ নিরাময় করা যাবে সেই পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রীর সেই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: 'ট্রেনে গরুর মাংস নিয়ে যাচ্ছ?' নাসিকে বৃদ্ধকে মারধꦇর, মামলা হলেও অধরা অভিযুক্ত ৫
কী বলেছেন মন্ত্রী?
ক্যানসার নিরাময়ের কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘ক্যানসার রোগী যদি গোয়ালঘর পরিষ্কার করে সেখানে শুয়ে পড়েন তাহলে ক্যানসার সেরে যাবে। এমনকী গোবরের ঘুটে পোড়ালেও মশা থেকে আরাম পাওয়া যায়।’ মন্ত্রীর কথায় গরু থেকে যা কিছু উৎপন্ন হয় তা কোনও না কোনওভাবে কাজে লাগে। এখানেই থেমে না থেকে গরু থেকে আরও বিভিন্ন রোগ নিরাময়ের বিষয়ে পরামর্শ দিয়েছেন মন্ত্রী। গরু থেকে কীভাবে উচ্চ রক্তচাপ কমানো যায়꧅ সেবিষয়েও মন্ত্রী পরামর্শ দিয়েছেন। মন্ত্রী বলেন, ‘যদি কোনও ব্যক্তি সকাল ও সন্ধ্যায় গরুর সেবা করলে উচ্চ রক্তচাপ নেমে যায়। যদি কোনও ব্যক্তি রক্তচাপের ওষুধের ২০ মিলিগ্রাম ডোজ গ্রহণ করেন তবে এটি ১০ দিনের মধ্যে ১০ মিলিগ্রামে নেমে আসবে।’
নৌগাওয়া পাকাদিয়ায় ৫৫ লক্ষ ব্যয়ে কানহা গৌশালা উদ্বোধন করেন মন্ত্রী 🦩। পরে সেখানে একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এমন মন্তব্য করেন সঞ্জয়। শু🐎ধু তাই নয়, বক্তৃতায় তিনি মুসলমানদের ঈদে গোয়ালঘরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মন্ত্রীর এই মন্তব্য সামনে আতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মাধ্যমে নেটিজেনরা এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘এটি একটি বড় আবিষ্কার’।অন্য একজন লিখেছেন, ‘ওরা সবাই গোবর খেয়ে জেগে উঠেছে। এটা একটি অদ্ভুত রসিকতা।’ আরেকজন লিখেছেন, ‘একজন খুব জ্ঞানী মহাত্মা এসেছেন। কোথায় সব ডাক্তার? আপনারা সবাই এখানে এসে গুরুতর রোগের চিকিৎসা শিখুন।’ অন্য জনের মতে, এইসব বাদ দিয়ে 🧸উত্তরপ্রদেশের সমস্ত হাসপাতালে উন্নয়ন করা উচিত।’
উল্লেখ্য, সঞ্জয় সিং গ্যাংওয়ার ২০১২ সালে বিধানসভা নির্বাচনে বিএসপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি নির্বাচনে হ♉েরেছিলেন। পরে ২০২৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং পিলিভীত আসন থেকে জয়ী হন। তিনি আবার ২০২২ সালের নির্বাচনে জয়ী হন এবং মন্ত্রী হন। বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে গ্যাংওয়ার প্রায়শই শিরোনামে থাকেন। আর এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির মন্ত্রী।