CBSE on Board Exam Paper leak claims: পরীক্ষা আধা যেতে না যেতেই প্রশ্নফাঁস নিয়ে ছড়িয়ে পড়ল নানা দাবি, মুখ খুলল বোর্ড Updated: 18 Feb 2025, 08:34 AM IST Abhijit Chowdhury বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বাংলায় মাধ্যমিক চলাকলীন প্রতি বছরই এই নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়। আর এবার সিবিএসইর বোর্ড পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে ছড়িয়েছে নানা খবর। এই আবহে মুখ খুলল বোর্ড।