দেশে একই দিনে দুটি করোনা রোধক টিকা ও একটি করোনা রোধক ওষুধ অনুমোদন পেল। ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গনাইজেশন বা CDSCO কোভিড-১৯ এর বিরুদ্ধে সীমিত জরুরী ব্যবহারের জন্য কর্বেভ্যাক্স (CORBEVAX), কোভোভ্যাক্স (COVOVAX) ভ্যাকসিন এবং অ্যান্টি-ভাইরাল ড্রাগ মোলনুপিরাভিকে অনুমোদন দিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য নিজেও এই বিষয়ে টুইট করেন।কর্বেভ্যাক্স ভ্যাকসিন হল ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি কোভিড-১৯ এর বিরুদ্ধে RBD প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। হায়দ্রাবাদ-ভিত্তিক ফার্ম বায়োলজিক্যাল-ই এই টিকা তৈরি করেছে। এদিকে ন্যানো পার্টিকেল ভ্যাকসিন কোভোভ্যাক্স তৈরি করছে পুণে-ভিত্তিক ফার্ম সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। তাছাড়া সদ্য অনুমোদিত মলনুপিরাভির হল একটি অ্যান্টিভাইরাল ওষুধ। কোভিড-১৯ আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীদের চিকিত্সার জন্য এবং যাদের রোগের উচ্চ ঝুঁকি রয়েছে তাদের জন্য জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ ব্যবহারের জন্য দেশের ১৩টি কোম্পানি এখন এই ওষুধ উত্পাদন করবে।এদিকে জরুরি ভিত্তি নতুন টিকা ও ওষুধ অনুমোদন ছাড়াও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কোভিড বিধি মেনে চলার দিকে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। সোমবারই ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ বছর শেষের উৎসবের মরশুমে ভিড় কমাতে প্রয়োজনে স্থানীয়স্তরে বিধিনিষেধ আরোপ করার কথা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা সব রাজ্যকে চিঠি দিয়ে লিখেছেন, ওমিক্রনের সংক্রমণ ডেল্টার থেকে তিনগুণ বেশি৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে কড়াকড়ির পাশাপাশি তিনি কোভিড টেস্টের সংখ্যা বৃদ্ধি, টিকাকরণের উপরও জোর দিতে বলেছেন৷ তাই স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত নিয়ম মেনে চলার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছেন তিনি৷