Cyber Crime Prevention: ভারতের নম্বর কোড +৯১ দিয়েই শুরু ফোন নম্বরটি। অন্তত তেমনটাই দেখাচ্ছে স্ক্রিনে। কিন্তু ফোনটা আসছে একটি বিদেশি নম্বর (International Incoming Calls) থেকে। ফোনের কলিং লাইন আইডেন্টিটি প্রযুক্তি সেটি ধরতে পারছে না।ꦰ আর ঠিক এই পথ দিয়েই প্রতারকরা আপনার অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে লাখ লাখ টাকা (Cyber Attack)। সম্প্রতি সাইবার অপরাধীদের এই জাল থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একটি নতুন প্রযুক্তি আনা হল। কেন্দ্রের ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন তথা ট্রাই (টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া) একটি বিশেষ সিস্টেম লঞ্চ করেছে। ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফ কল প্রিভেনশন সিস্টেম নামের ওই সিস্টেম লঞ্চে উপস্থিত ছিলেন টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
কীভাবে প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা?
অচেনা ফোন নম্বর থেকে ফোন আসছে। ফোন করেই বলা হচ্ছে, আপনি কোনও অপরাধের সঙ্গে যুক্ত। আর সেই অপরাধ করার দরুণ আপনাকে গ্রেফতার করা হতে পারে। আপনি থতমত খেয়ে পালাবার পথ খুঁজছেন। জা💜নতে চাইছেন কী করলে আইনি জট থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তখন তারা আপনাকে জানাচ্ছে, কিছু ‘টাকার’ কাহিনি। অর্থাৎ তাঁদের কিছু টাকা ঘুষ দিতে পারলে আপনি এই গ্রেফতারের হাত থেকে রেহাই পেতে পারেন। আপনি সেইমতো একটি বড় অঙ্কের টাকা পাঠিয়ে দিলেন তাঁদের অ্যাকাউন্টে। ফোন কেটে দিল তাঁরা। কিছুক্ষণ পর আপনার সন্দেহ হল ওদের নিয়ে। একটু ভাববার পর বুঝতে পারলেন আপনার সঙ্গে প্রতারণা হয়েছে। সাইবার ফ্রডের শিকার হয়েছেন আপনি।আরও পড়ুন - Poll▨ution: খড় না পুড়িয়ে এই কাজে লাগাচ্ছেন চাষিরা! কমছে দূষণ, লাভ হচ্ছে চাষেও