তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার সংশোধনাগার থেকে ছাড়া ▨পেলেন তিনি। অন্ধ্রপ্রদেশের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ৫৩ দিন পরে মুক্তি পেলেন তিনি। ৭৩ বছর বয়সি প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এতদিন জেলবন্দি ছিলেন তিনি। চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলেন এবার। চোখের ছানি অপারেশনের জন্য তিনি মুক্তি পেয়েছেন।
এদিকে আদালতের নির্দেশ, আগামী ২৮ নভেম্বর বিকাল ৫টার মধ্যে তাঁকে জেল সুপারের কাছে🍰 আত্মসমর্পণ করতে হবে। তাঁকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হবে। তাঁর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
তবে জেল থেকে ছাড়া পেলেও তিনি কোনওভাবেই তার মাম♋লা সম্পর্কিত কোনও বিষয় নিয়ে তিনি কাউকে হুমকি দিতে পারবেন না। তিনি যাতে কোনওভাবেই প্রভাবিত 𝓡করতে না পারেন সেটা বলা হয়েছে।
এদিকꩵে তিনি জেল থেকে বের হতেই কর্মী, অনুরাগীদের মধ্য়ে তীব্র উল্লাস প্রকাশ পায়। তিনি জেল থ𓃲েকে বের হওয়ার পরে রীতিমতো শোভাযাত্রা বের হয়। টিডিপি নেতা জানিয়েছেন, যখন আমি সমস্যায় ছিলাম তখন আপনারা রাস্তায় বেরিয়ে এসেছিলেন। আমার জন্য প্রার্থনা করেছেন। আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তা ভোলার নয়।
টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, শুধু অন্ধ্রপ𒁏্রদেশে নয়, তেলেঙ্গানার পাশাপাশি গোটা বিশ্বজুড়ে আমার মুক্তির জনღ্য প্রার্থনা করেছেন। তিনি অনুরাগীদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সূত্রের খবর, হায়দরাবাদ যাওয়ার আগে তিনি সম্ভবত তিরুপতি ܫমন্দিরে যেতে পারেন। ওয়াইএসআর কংগ্রেস পার্টির মুখপাত্র সজ্জলা রামকৃষ্ণ রেড্ডি জানিয়েছেন, তেলেগু দেশম পার্টি চন্দ্রবাবুর নাইডুর মুক্তি নিয়ে উৎসব পালন করেছে। এটা লজ্জার।
এদিকে আরও একাধিক মামলায় চন্দ্রবাবু নাইডুর বিরুদ꧅্ধে অভিযোগ উঠেছে বলে খবর। এদিকে এবার চন্দ্রবাবু নাইডুর দল তেলেঙ্গানা ভোটে অংশ নিচ্ছে না বলে খবর। আগামী ৩০ নভে🍎ম্বর তেলেঙ্গানায় ভোট হবে। ভোটে না লড়ার কারণ হিসাবে দলের তরফে বলা হয়েছিল নেতা যেখানে জেলে সেখানে ভোটে লড়া সম্ভব নয়। তবে সেটা রবিবার বলা হয়েছিল। আর মঙ্গলবারই জেল থেকে বের হলেন চন্দ্রবাবু নাইডু।