সম্প্রতি বেশি বেশি করে সন্তান জন্ম দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আর এবার সেই একই পথে হাঁটলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। উল্লেখ্য, ২০২৬ সালে জাতীয় স্তরে লোকসভার আসন পুনর্বণ্টনের সম্ভাবনা আছে। আর সেটা হলে জনসংখ্যার ভিত্তিতে তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে মাত্র ২ বেড়ে ৪১ হবে। এই আবহে কথার ছলে এক পুরনো তামিল প্রবাদের উল্লেখ করে '১৬টি করে সন্তান নেওয়ার' কথা বলেন স্ট্যালিন। (আরও পড়ুন: চতুর্থ পারমাণবিক সাবমেরﷺিন জলে নামাল ভারত, নিউক্লিয়ার মিসাইলের রেঞ্জ ৩৫০০ কিমি)
আরও পড়ুন: ফের একবার বাংলার বুকে জোট হতে পারে কংগ্রেস ও তৃণমূল꧋ের! দাবি রিপোর্ট🍰ে
আরও পড়ুন: ডেপস্যাঙ♈ের 'Y জংশনে' বাধা দিচ্ছিল PLA, তবে আলোচনার টেবিলে 'মাথা নত' করল চিন
উল্লেখ্য, তামিলে নবদম্পতিদের '১৬ ধরনের সম্পদ নিয়ে সুখে শান্তিতে থাকার' আশীর্বাদ করে থাকেন পরিবারের প্রবীণ সদস্যরা। সেই প্রসঙ্গ টেনে এনেই স্ট্যালিন সম্প্রতি এক সরকার পোষিত বিবাহ অনুষ্ঠানে বলেন, 'সেই আশীর্বাদের আক্ষরিক অর্থ ১৬টি সন্তান নেওয়া নয়। তবে বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সত্যি সত্যি ১৬টা করে বাচ্চা নিতে বলব।' (আরও পড়ুন: সরকারি কর্মী নিয়োগে বৈষম্য কেন? দীর্ঘ কয়েক দশকের নিয়ম খারিজ൩ সুপ𝕴্রিম কোর্টে)
আরও পড়ুন: 'উনি কখন হাসেন আর🌸 কখন ক♛াঁদেন…', মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আরও পড়ুন: কালীপুজোর আগে বড় উ✤পহার, দুর্গাপুজোর আমেজ কাটতেই জারি হল ডিএ বৃদ্ধির অর্ডার
উল্লেখ্য, সংবিধানের ৮১ ধারা অনুযায়ী, লোকসভার মোট সদস্য সংখ্যা সর্বাধিক ৫৪৫ হতে পারে। তবে আগামীতে এই ধারা বদলে লোকসভার আসন সংখ্যা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। প্রসঙ্গত, ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনের সময় লোকসভার আসন সংখ্যা ছিল ৪৮৯। পরে তা বেড়ে হয়েছিল ৫০২। পরে ১৯৭১ সালের জনগণনা অনুযায়ী লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে করা হয় ৫৪৫। পরে ১৯৭৬ সালে স্থির করা হয়, ২০০১ সাল পর্যন্ত লোকসভার আসন সংখ্যা নির্ধারণের ভিত্তি বছর ১৯৭১ সালকেই ধরা হবে। সংবিধানের সেই ধারার মেয়াদ ফের ২৫ বছর বৃদ্ধি করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়কালে। তবে ২০২৬ সালের পর কেন্দ্রীয় সরকার ডিলিমিটেশনের পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: ছাত্রীর🦄 স্টেটাস দেখে ধৃতকে ফোন 'উদ্বিগ্ন বান্ধবীর', কথা ৪০ মিনিট ধরে, ততক্ষণে…)
আরও পড়ুন: উপাচার্য নিয়োগে আপাতত মমতার পছন্দের তা𝕴লিকাই যাবে রাজ্যপালের কাছে: সুপ্রিম কোর্ট
আরও পড়ুন: 'মিꦉলেছে প্রম🅠াণ', আরজি কর কাণ্ডে এবার সন্দীপের বিরুদ্ধে পেশ হবে চার্জশিট
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী, ভারতে প্রতি ৬ থেকে ১০ লাখ পর্যন্ত ভোটারের জন্য অন্তত ১ জন করে সাংসদ থাকতে হবে। তবে বর্তমানে প্রতি সাংসদ পিছু ভোটারের সংখ্যা গড়ে প্রায় ১৮ লাখ। এনডিটিভির রিপোর্টে দাবি করা হচ্ছে, বর্তমানের ৫৪৩ থেকে বেড়ে ২০২৬ সালে লোকসভার আসন সংখ🅠্যা হতে পারে ৭৫৩। তাতে সব থেকে বেশি আসন বাড়তে পারে উত্তরপ্রদেশে। সেখানে ৮০টি লোকসভা আসন বেড়ে হতে পারে ১২৬। পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বেড়ে হতে পারে ৫৩। এদিকে দক্ষিণের রাজ্যগুলিতে কেরলে আসন সংখ্যা কমতে পারে। আর বাকি রাজ্যগুলিতে ২ থেকে ৩টি আসন বাড়তে পারে। এই আবহে জাতীয় ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বেশ কিছুটা কমবে।