আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করল নয়াদিল্লি। কিন্তু কাবুল বিমানবন্দরে বাণিজ্যিক উড়ান পরিষেবা বন্ধ থাকার কারণে বাধ্য হয়ে সেই প্রক্রিয়া বন্ধ রাখতে হয়েছে। সেই পরিষেবা আবারও চালু হওয়ার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানাল ভারত। কাবুল তালিবানের দখলে চলে যাওয়ার পর সোমবার প্রথম বিবৃতি জারি করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘গত কয়েকদিনে উল্লেখজনকভাবে কাবুলের পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা যখন কথা বলছি, তখনও তার পরিবর্তন হচ্ছে। আফগানিস্তানের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত সরকার। সেই দেশে ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য নির্দিষ্ট সময় নির্দেশিকা জারি করা হচ্ছে। সেইসঙ্গে তাঁদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।’ এমনিতে রবিবার আফগানিস্তানের ক্ষমতা তালিবানের হাতে চলে যাওয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন আফগানিস্তানের মানুষরা। রবিবার রাত থেকেই কাবুল বিমানবন্দরে আসছেন কাতারে-কাতারে মানুষ। বিমানবন্দর যাওয়ার রাস্তায় প্রবল যানজট তৈরি হয়েছে। সামরিক বিমানে করেই আফগানরা দেশ ছাড়ার জন্য আকুতি করছেন। সেই পরিস্থিতিতে তাত্পর্যপূর্ণভাবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা আফগান শিখ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে যাচ্ছি। যাঁরা আফগানিস্তান ছাড়তে চান, তাঁদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করা হবে।’ সেইসঙ্গে যে আফগানরা পারস্পরিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসারে সহায়তা করেছেন, তাঁদের পাশেও ভারত সরকার দাঁড়াবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যদিও কাবুল বিমানবন্দরে অসামরিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আপাতত ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া স্তব্ধ হয়ে আছে। বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা বিমান পরিষেবা চালু করার অপেক্ষা করা হচ্ছে।'