শনিবার ২৫ জুন উদ্বোধনের পরের দিনই যান চলাচলের জন্য খুলে গেল পদ্মা সেতু। এত দ্রুততার সঙ্গে সেতু চালু করার লক্ষে অনেকদিন ধরেই তৎপর ছিল প্রশাসন। বাংলাদেশ সংবাদমাধ্যমকে পদ্মা সেতুর মহা পরিচালক জানিয়েছ্ন, উদ্বোধনের দিন সেখানে কোনও যানবাহন চলাচল করবে না। রবিবার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। (আরও পড়ুন: বাংলাদেশಞ: হেঁটে পার হওয়া যাবে কি পদ্মা সেতু? যাবে কি সেলফি তোলা? নিয়ম কী কী)
প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু বাংলদেশের যোগাযোগ ব্যবস্থায় এক সার্বিক পরিবর্তন আনতে চলেছে। এই সেতু চালু হওয়ার ফলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে বাংলাদেশেক বাকি অংশের যোগাযোগ সড়ক পথে স্থাপিত হবে। (আরও পড়ুন: করে দেখালো বাঙালি! পদ্মা সেতু ঢুকে পড়তে পারে দেশ 🌱বিদেশের ইঞ্জিনিয়ারিং সি𝔉লেবাসে)
পদ্মা সেতু নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ থাকায় রবিবার প্রচুর ভিড় হবে বলে ধরে নি꧋চ্ছে সেতুর কর্মকর্তারা।
সেতু দফতরের এক আধিকারিক জানিয়েছেন, শুরুর দিন যানবাহন ব্যাপক চাপ হবে বলে তাঁরা মনে করছেন। টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প♏্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা আশা করছেন টোলপ্লাজার কর্মীরা ভিড় সাဣমলাতে পারবে। এছাড়া সেতু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্যও সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।
উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধ♎ন করে টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হন।
সেতুর টোলের হার ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে।