ভাই রাহুলের কেন্দ্র ওয়েনাড় থেকে ভোট যুদ্ধে প্রথমবার নামতে প্রিয়াঙ্কা গান্ধী। সদ্য় তিনি সেখানে মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে, প্রিয়াঙ্কার মনোনয়ন নিয়ে বিজেপি একের পর এক তোপ দাগতে ছাড়েনি। সদ্য এক ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, ওয়েনাড়ের প্রার্থী হিসাবে যে কেন্দ্রে প্রিয়াঙ্কার মনোনয়ন চলছিল, তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। বিজেপির দাবি এভাবে মল্লিকার্জুন খাড়গের মতো সিনিয়র নেতাকে বাইরে দাঁড় করিয়ে রেখে অপমান করা হ☂য়েছে। এদিকে, গোটা ঘটনা নিয়ে মুখ খোলে কংগ্রেসও।
💦ওয়েনাড়ের উপনির্বাচন ঘিরে ক্রমেই চড়ছে পারদ। বিজেপির অভিযোগ, মল্লিকার্জুন খাড়গের মতো তাবড় দলিত নেতাকে প্রিয়াঙ্কার মনোনয়ন কেন্দ্রের বাইরে অপেক্ষারত অবস্থায় দাঁড় করিয়ে অপমান করা হয়েছে। পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের তরফে কেসি বেণুগোপাল দাবি করেন, খাড়গে প্রথম থেকেই গোটা সময়ই সঙ্গে ছিলেন। তাঁর দাবি, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে দরজা লক থাকার জন্য বাইরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও, মল্লিকার্জুন খাড়গে পুরো সময়টাই সেখানে উপস্থিত ছিলেন। তাঁর পাল্টা অভিযোগ, বিজেপি মিথ্যা ছড়াচ্ছে। বিজেপির জাতীয়স্তরের মুখপাত্র সি আর কেশবন অভিযোগ তুলেছেন কংগ্রেসের দিকে। তাঁর দাবি, কংগ্রেস এইটি ঘটিয়ে সিনিয়র দলিত নেতাকে অপমান করেছেন। শুধু তাই নয়, বিজেপির দাবি এভাবে অপমান করা হয়েছে মল্লিকার্জুন খাড়গের মতো দলিত নেতাকে। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপির মেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘অন্দরে ( কংগ্রেসের) দলিতদের ইপমান করা হয়। পার্টির মধ্যে দলিতদের তৃতীয় পর্যায়ের মানুষ হিসাবে দেখা হয়।’
( Minahil Malik Videꦑo Case: পাকিস্তানে শোরগোল মিনাহিল মালিককে নিয়ে! কে তিনি? কী ঘটেছে তাঁর সঙ্গে?)
উল্লেখ্য, সদ্য বুধবার প্রিয়াঙ্কা গান্ধী কেরলের কালাপেট্টায় তাঁর মনোনয়ন জমা দেন। তার আগে ভাই রাহুল গান্ধীর সঙ্গে রোড শোতে যান প্রিয়াঙ্কা। উল্লেখ্য, এই ওয়েনাদ কেন্দ্রেই রাহুল গান্ধী লোকসভা ভোট জয় করেন। একই সঙ্গে তিনি উত্তর প্রদেশের রায়বরেলি কেন্দ্রে জয়ী হন। পরে তিনি কেরলের ওয়েনাড়ের থেকে সཧরে 💯যান। সেই কেন্দ্রেই রয়েছে উপনির্বাচন। এই উপনির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী হিসাবে রয়েছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড় দিয়েই তিনি জীবনের প্রথম ভোটযুদ্ধ লড়তে চলেছেন।