꧃ নির্মলা সীতারমণের পেশ করা সাধারণ বাজেট ২০২৪কে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সোমবার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই বাজেটে বড় বিনিয়োগকারীদের ওপর লাগু কর প্রত্যাহার করা হয়েছে। এতে আমি খুশি।
আরও পড়ুন - ▨তৃণমূলে এমন কোনও নেতা নেই যিনি…, মমতার ‘বিবেকবান চাই’ মন্তব্যকে কটাক্ষ দিলীপের
পড়তে থাকুন - 🗹টিউশন পড়ে প্রেমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ২ নাবালিকা, পরিণত হল ভয়ানক
𒐪এদিন শশী থারুর বলেন, ‘বাজেটে আমাদের দেশের মানুষেরা মূল যে সমস্যাগুলির মুখোমুখি হচ্ছেন তা নিয়ে কিছু শুনতে পাইনি। এখানে ১০০ দিনের কাজ নিয়ে কোনও কিছুর উল্লেখ নেই। সাধারণ মানুষের আয় বৃদ্ধিতে আমি কোনও পদক্ষেপ লক্ষ্য করিনি। দেশে আয় বৈষম্য নিয়ে সরকারের পদক্ষেপ নগন্য। কর্মসংস্থা তৈরিতে প্রতীকী যে পদক্ষেপ করা হয়েছে তা খুবই সামন্য ও অনিশ্চিত।’
𓄧এর পরই বাজেটে অ্যাঞ্জেল কর প্রত্যাহার নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেন শশী থারুর। বলেন, ‘আমি একটা সিদ্ধান্তকেই স্বাগত জানাব। সেটা হল বড় বিনিয়োগকারীদের ওপর যে কর লাগু হত তা অর্থমন্ত্রী প্রত্যাহার করেছেন। আমি নিজে ৫ বছর আগে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে এই প্রস্তাব দিয়েছিলাম। এতে আরও বিনিয়োগ আসবে তাতে আরও কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া এই বাজেটে কর্মসংস্থান তৈরি বা যুবাদের জন্য বিশেষ কিছু নেই। তবে বাজেট পুরোটা পড়ে তবে এব্যাপারে বিস্তারিত বলতে পারব।’
📖বাজেটে বিহারের জন্য বরাদ্দের বন্যায় খুশি সেরাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, ‘এটা ভারসাম্যপূর্ণ বাজেট। চারটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে এই বাজেট। মহিলা, যুবা, কৃষক, শ্রমিক এই চারটে স্তম্ভ। কেন্দ্রে এনডিএ সরকার থাকলে বিহার আনন্দে থাকবে। বিহারকে সুপার প্যাকেজ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন - 🅷আদালের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্ষা দফতরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBIএর
🍎কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘এটা সবার জন্য স্বপ্নের বাজেট। বিশেষ করে যুবা ও মহিলাদের জন্য। পরিকাঠামো উন্নয়নে যে রেকর্ড বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এই বাজেটে যে পথ দেখানো হয়েছে তাতে পূর্ব ভারত একটি অর্থনৈতিক হাবে পরিণত হবে।’