প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখা🥃নে গিয়ে গণেশ পুজোয় আরতি করেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্য়াল মি꧅ডিয়ায়। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে লিখলেন পি উইলসন। তিনি সিনিয়র অ্য়াডভোকেট। তিনি তামিলনাড়ু থেকে রাজ্যসভার সদস্য়। ভারতের প্রাক্তন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া।
তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী গিয়েছেন প্রধান বিচারপতির বাড়িতে। গণেশ পুজোয় গিয়েছিলেন তিনি। এটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তবে আমার মতে 'এটা অপ্রত🧜্যাশিত। এটা সত্যি যে বিচারপতিদের স্বাধীন থাকা দরকার। কিন্তু সেটা হল তাঁদের সাংবিধানিক কর্ত🔯ব্য ও অফিসিয়াল ডিউটি। এটা ঠিক নয় যে বিচারপতিদের রাজনৈতিক লোকজন থেকে আলাদা থাকতে হবে সমস্ত ব্যক্তিগত ও সামাজিক ইভেন্টের ক্ষেত্রে। আমরা বিচারপতিদের সামাজিকভাবে একেবারে আলাদা করে দিতে পারি না।'
‘বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেকে প্রমাণ করেছেন যে তিনি নিরপেক্ষ ও সৎ তাঁর গোটা কেরিয়ারের ক্ষেত্রে। তিনি তাঁর ব্যক্তিগত জীবন যাপন করতেই পারেন, পরিবার ও আমন্ত্রিতদের মধ্যে তিনি ধর্মীয় কাজ পালন করতেই পারেন। এটা তাঁর পছন্দের উপর নির্ভরꦛ করছে। এটা তাঁর নিজের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতার মধ্যে পড়ে।’