২০২১-এর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ২০০ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান দখল করেছে আইআইএসসি বেঙ্গালুরু, আইআইটি বম্বে ও আইআইটি দিল্লি।বুধবার দেশের এই তিন বিশ্ববিদ্যালয়ের সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্ব ও পড়ুয়াদের মধ্যে বৌদ্ধিক দক্ষতা বিকাশের প্রচেষ্টা চালাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।’বিশ্বব্যাপী এই র্যাঙ্কিংয়ের ১৮ তম সংস্করণে, টানা চারবার ভারতের শীর্ষস্থান দখল করেছে আইআইটি বম্বে। এবার ১৭৭ তম স্থান অর্জন করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে আইআইটি দিল্লি। গত বছর বিশ্বের ১৯৩ তম র্যাঙ্কে ছিল এই বিশ্ববিদ্যালয়। এবার এগিয়ে ১৮৫ তম র্যাঙ্কে পৌঁছিয়েছে। আবার তার পরের ধাপেই ১৮৬ র্যাঙ্ক অর্জন করেছে আইআইএসসি বেঙ্গালুরু। শিক্ষার্থীদের উন্নতমানের শিক্ষা ও বৌদ্ধিক দক্ষতা বিকাশের জন্য আইআইএসসি ব্যাঙ্গালোর ১০০’র মধ্যে ১০০’র নিখুঁত স্কোর করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্লেষণ করে মূল্যায়ন করেছে লন্ডন-ভিত্তিক কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস)।এদিন প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন , ‘আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইটি বম্বে ও আইআইটি দিল্লিকে অভিনন্দন। ভারতের এই বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্বের মাপকাঠি ও পড়ুয়াদের মধ্যে বৌদ্ধিক দক্ষতা বিকাশের জন্য প্রচেষ্টা চালাচ্ছে।’ এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই তিন বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়ে বলেন যে, ‘ভারত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছে। শুধু তাই নয়, বিশ্বগুরু হিসাবে আত্মপ্রকাশ করছে।মন্ত্রী আরও বলেন, ‘ জাতীয় শিক্ষানীতি ২০২০ ও ইন্সটিটিউট অফ এমিনেন্সের মতো উদ্যোগ নেওয়ায়, বিশ্বব্যাপী আমাদের কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে র্যাঙ্কিংয়ে পৌঁছতে সাহায্য করেছে।’