COVID-19 Updates: বিদেশে না গিয়ে করোনা আক্রান্ত ২৭, গোষ্ঠী সংক্রমণ বলা যেতে পারে : অমরিন্দর সিং
1 মিনিটে পড়ুন Updated: 10 Apr 2020, 04:30 PM ISTকেন্দ্রের তরফে অবশ্🌼য এখনও বলা হয়নি যে দেশে গ🌄োষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।
কেন্দ্রের তরফে অবশ্🌼য এখনও বলা হয়নি যে দেশে গ🌄োষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।
ভ্রমণ ইতিহাস ছাড়াই পঞ্জাবে ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোষ্ঠী সংক্﷽রমণ জেরেই তাঁদের অনেকে করোনার কবলে পড়েছেন বল🍰ে ধারণা মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের।
আরও পড়ুন : COVID-19 Updates: বুকি𓆏ং চালু থাকলেও ১৫ এপ্রিল থেকে ট্রেন🔜 চলা নিয়ে ধোঁয়াশা
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন পঞ্জাবেღর মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'কোনও ভ্রমণ ইতিহাস ছাড়াই পঞ্জাবে ২৭ টি (করোনা🔯) কেস পাওয়া গিয়েছে। হ্যাঁ, এটাকে গোষ্ঠী সংক্রমণ বলা যেতে পারে।'
আরও পড়ুন : করোনা রুখতে বাড়িত🌜েই মাস্ক তৈরি করুন, ♏শিখে নিন ধাপে ধাপে পদ্ধতি
কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, ২৭ টি কেসের মধ্যে বৃহস্🌞পতিবারই অধিকাংশের হদিশ পাওয়া গিয়েছে। ভিডিয়ো কনফারেন্সের পর অমরিন্দরকে উদ্ধৃত করে একটি বিবৃতিতে 💃বলা হয়, 'রাজ্য গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে, সেটার ইঙ্গিত এটা।'
আরও পড়ুন : Covi꧟d-19 কীভাবে এক তরুণী আইএএস অফিসারে নেতৃত্ব করোনাকে কাবু করল রাজস্থানের ভিলওয়ারা
যদিও শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। মন্ত্রকের যܫুগ্মসচিব লব আগরওয়াল বলেন, 'দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হলে আমরাই প্রথম আপনাদের জানাব। সেক্ষেত্রে আরও বেশি সতর্ক হতে হবে।' তিনি জানান, কয়েকটি𝔉 জায়গায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও গোষ্ঠী সংক্রমণের ভয় নেই। আতঙ্কিত হতে হবে না। তবে সব সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তাঁর কথায়, 'এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হল, সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া।'