সুতীর্থ পত্রনবীশ
চিনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাইতে কোভিডকে ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার আরও ৮জনের মৃত্যুর খবর মিলেছে। উপসর্গবিহীন ১৫, ৮৬১ সংক্রমণের খবর মিলেছে। সাংহাই ছাড়াও চিনের আরও ১৭টি প্রদেশে কোভিড আক্রান্তের খবর মিলেছে। বেজিংয়েও একজন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে যে ৮জনের মৃত্যুর খবর মিলেছে তাঁরা প্রত্যেকেই ৭৭ বছরꦅ বয়সী। তাঁদের আগে থেকে বয়সজনিত সমস্যা ছিল। পাশাপাশি উচ্চ রক্তচাপ, টিউমার জাতীয় সমস্যা ছিল কয়েকজনের।
এদিকে কোভিড ঠেকাতে চিনের সাংহাইতে লকডাউন চলছে। তবে এনিয়ে এবার বাসিন্দাদের একাংশের মধ্যে ক্রমেই অসন্তোষ মাথাচাড়া দিচ্ছে। ওষুধ সহ অন্যান্য সামগ্রী স💦রবরাহের ক্ষেত্রেও ঘাটতি রয়েছে🐓 বলে অভিযোগ উঠেছে। কিছু বয়স্ক মানুষকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইন জোনে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সংবাদ সংস্থা জানিয়েছে, জিনগান এলাকায় ভিড় এড়াতে বাড়♔ির বাইরে বেরতে দেওয়া হচ্ছে না বাসিন্দাদের। ডেপুটি গভর্নর ঝাং ঝিটং জানিয়েছেন, সুপারমার্কেট খোলা হবে না। অনুমতি ছাড়া কেউ গাড়ি নিয়ে বের হবেন না। কিছু জায়গায় কেবলমাত্র পরিবারের 🍬একজনকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ডেপুটি গভর্নর জানিয়েছেন, যাতে তারা যেখানে খুশি না যেতে পারেন সেটা নিশ্চিত করা হচ্ছে।