এবার থেকে CoWIN পোর্টালে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটের (Vaccination Certificate) সঙ্গে পাসপোর্ট ডিটেলস (Passport Details) লিঙ্ক করা যাবে। আগামী দিনে বিদেশযাত্রার পরিকল্পনা আছে, এমন ব্যক্তিদের এই কাজটি সেরে রাখাই ভাল।শুক্রবার আরোগ্য সেতুর (Aarogya Setu) অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, 'এবার থেকে আপনার পাসপোর্ট নম্বর (Passport Number) রাখা যাবে আপনার করোনা টিকাকরণের সার্টিফিকেটে।'দেখুন সেই টুইট : অনলাইনে পাসপোর্ট ডিটেল সংশোধন (Correction) বা আপডেট (Update) করা প্রক্রিয়ার বিষয়ে গাইডলাইনও প্রকাশ করেছে কেন্দ্র।কী করে আপনার পাসপোর্ট ও ভ্যাকিসিনেশন সার্টিফিকেট লিঙ্ক করবেন? (How To Link Your Passport With Corona Vaccination Certificate):1. CoWIN-এর অফিসিয়াল পোর্টালে যান। Google-এ গিয়ে CoWIN লিখে সার্চ করুন বা ব্রাউজারে টাইপ করুন: www. cowin.gov.in2. আপনার তথ্যাবলী দিয়ে Log In করুন।3. এর পর যে পেজ খুলবে, সেখানে 'Raise an Issue' অপশন সিলেক্ট করুন।4. সেখানে Passport অপশনে ক্লিক করুন। সেখানে যাঁর সার্টিফিকেট লিঙ্ক করতে চাইছেন তার নাম ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুন।5. আপনার পাসপোর্ট নম্বর দিন।6. এবার সবকিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে Submit করুন।এটা করার সঙ্গে সঙ্গেই একটি আপডেটেড সার্টিফিকেট পেয়ে যাবেন।প্রসঙ্গত, কোনও কারণে কারও সার্টিফিকেটে নাম ভুল এলে বা অন্য তথ্য ভুল থাকলেও এই একই পদ্ধতিতে তা আপডেট করতে পারবেন। ফলে সহজেই পেয়ে যাবেন সংশোধিত ভ্যাকসিনেশন সার্টিফিকেট।