নতুন ফিচার আসছে CoWIN Portal য়ে। এতদিন কেন্দ্রীয় সরকারের এই অনলাইন পোর্টালে ভ্যাকসিনেশনের জন্য নাম রেজিস্টার করা, স্লট বুকিং করা যেত। তবে এবার নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে সম্মতি সাপেক্ষে যে কেউ অন্যের ভ্যাকসিনেশন স্ট্যাটাসও দেখতে পারবেন। ন্যাশানাল হেলথ অথরিটির মুখ্য় কার্যনির্বাহী আধিকারিক সেবক শর্মা টুইট করে জানিয়েছেন, এখন কোউইন থেকে পুরো অথবা আংশিক ভ্যাকসিনেটেড ব্যাজ ডাউনলোড করুন। এরপর সোশ্য়াল প্লাটফর্মে তা শেয়ার করুন। আপনাকে ফলো করার জন্য বন্ধু, পরিজনদের উৎসাহ দিন। এবার দেখে নেওয়া যাক ঠিক কীভাবে এটি সম্ভব? প্রথমে cowin.gov.in এ যেতে হবে আপনাকে। এরপর Share Vaccination Status এ ক্লিক করুন। একেবারে টপ বারে এই অপশনটা পাবেন। অথবা Share your Status বাটনেও যেতে পারেন। এরপর পুরো নাম ও আগে থেকে নথিভুক্ত করা মোবাইল নম্বরটি দিতে হবে। এরপর একটি ওটিপি আসবে। ১৮০ সেকেন্ডের মধ্যে ওই ওটিপিটা দিতে হবে। এরপর স্ক্রিনে দেখা যাবে আপনার ভ্যাকসিনেশন স্ট্যাটাস। এর সঙ্গে একটি ঢালের ছবি থাকবে। লেখা থাকবে Fully Vaccinated অথবা Partly Vaccinated ।এই স্ট্যাটাসটি বন্ধু সহ অন্যান্যদের মধ্যে শেয়ারও করা যাবে। কেউ যখন এই অ্য়াকাউন্টে ঢুকবেন তিনিও শিল্ডের ছবিটা দেখতে পাবেন। এদিকে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ও ফোন নম্বর থাকলে সার্ভিস প্রোভাইডাররাও কোনও ব্যক্তির ভ্যাকসিনেশনের স্ট্যাটাস দেখতে পারবেন। আর এর সঙ্গেই যাঁরা ভ্যাকসিনেশন সার্টিফিকেট পাননি তাঁরাও এভাবে ভ্যাকসিনের স্ট্যাটাস দেখে নিতে পারবেন।