প্রতারণা নানা রকমের। কিন্তু তা বলে বাই ওয়ান গেট ওয়ান থালিতেও প্রতারণা! দক্ষিণ পশ্চিম দিল্লির বাসিন্দা এক মহিলা। Cyber crooks নামে একটি অ্য়াপ ডাউনলোড করেছিলেন ৪০ বছর বয়সি ওই মহিলা। আর সেই ফ্রি থালির চক্করে পড়ে সবিতা♓ শর্মা নামে ওই মহিলা অন্তত ৯০ হাজার টাকা খুইয়েছেন তাঁর অ্যাকাউন্ট থ♍েকে। তিনি সাইবার থানায় একটি এফআইআরও করেছেন।
কীভাবে এই প্রতারণার ফাঁদে পড়লেন তিনি?
এনডিটিভির প্রতিবেদন অনুসারে ২০২২ সালের ২৭♛ নভেম্বর তিনি ওই সাইটটি দেখেন। ওই ওয়েবসাইটে যে নম্বর ছিল সেখানে তিনি ফোন করেন। কিন্তু সেই সময় তিনি কারো সাড়া পাননি। কিন্তু কিচ্ছুক্ষণ পরে তিনি একটি😼 ফোন পান। ফোনে বলা হয় সাগর রত্ন রেস্তরাঁ থেকে তিনি এই সুবিধাটা পেতে পারেন।
এরপর ওই কলার এꦑকটি লিঙ্ক পাঠান। সেটি ক্লিক করে সুবিধাটা নেওয়ার জন্য় অনুরোধ করেন। এরপর তার ইউজার আইডি ও পাসওয়ার্ডও পাঠানো হয়। সবিতা পিটিআইকে জানিয়েছেন, আমাকে বলা হ🌟য়েছিল আমাকে অফার পেতে গেলে অ্য়াপটি ডাউনলোড করতে হবে।
তিনি জানিয়েছেন, অ্য়াপ ডাউনলোড করার পরে আমি পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকি। এদিকে যেই সেটা করলাম দেখলাম আমার ফোন হ্যাক হয়ে গিয়েছে। এরপরই আমার অ্যাকাউন্ট থেকে ৪০✱ হাজার টাকা হাওয়া। এরপর ফের দেখা যায় তাঁর অ্য়াকাউন্ট ꦡথেকে ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে।
সবিতার দাবি, প্রথমে ক্রেডিট কার্ড থেকে পে টিএম অ্য়াকাউন্ট ও সেখান থেকে টাকা প্রতারকদের অ্যাকাউন্টে যায়। এদিকে সংশ্লিষ্ট হোটেলের দাবি. তাদের নাম করে এই ধরণের প্রতারণার খবর তাঁরা পেয়েছেন। তাঁরা সাফ জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে আমরা এই ধরণের কোনও অফার দিই না। সবিতার দাবি, এখনও হোয়াটস অ্যাপে এই লিঙ্ক ঘুরছে। ফের বড় প্রতারণা হতে পারে।&🅰nbsp;
আসলে অনেকেই অনলাইনে খাবারের অর্ডার করেন। আর সেই অনলাইনের অ্যাপের🍸 আড়ালেই লুকিয়ে ছিল প্রতারক💙রা।