প্রায় এক দশক ধরে সিংহদের যত্ন নিচ্ছিলেন ব্যক্তি। জন্ম থেকেই আগলে রেখেছিলেন তাদের। আজ সেই সিংহেরই হাতে বেঘোরে প্রাণ দিলেন নাইজেরিয়ার এক চিড়িয়াখানার রক্ষক। নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানায় ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনাটি। বিবিসি জানিয়েছে, ওলাবোদে ওলাউয়ি ওবাফেমি আওলোওও ইউনিভার্সিটির (ওএইউ) চিড়িয়াখানার দায়িত্বে ছিলেন ওই ব্যক্তি। নাম ওলাউয়ি।☂ সোমবার সিংহদের খাওয়ানোর সময় তাঁর মৃত্যু ঘটে। একটি প্র꧟তিনিধি দল ওলাউইয়ের পরিবারের কাছে সমবেদনা জানিয়ে এসেছে।
কীভাবে মারা গেলেﷺন ওই ব্যক্তি, সে উত্তর দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় একটি বিবৃতিতে বলেছে যে, সিংহদের খাওয়ানোর সময় একটি পুরুষ সিংহ তাঁর উপর হামলা করে। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু যতক্ষণে তাঁরা কিছু করতে পারতেন, ততক্ষণেই সিংহটি তাঁকে মারাত্মকভাবে ঘায়েল করে দিয়েছিল। বিবৃতিতে যোগ করা হয়েছে, সিংহটিকে এখন চিড়িয়াখানা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আবিওদুন ওলারেওয়াজু বলেছেন, 'মিঃ ওলাউয়ি একজন ভেটেরিনারি টেকনোলজিস্ট ছিলেন। প্রায় নয় বছর ধরে ক্যাম্পাসে জন্ম নেওয়ার পর থেকে সিংহদের রক্ষণাবেক্ষণ করতেন তিনি। কিন্তু কেন যে পুরুষ সিংহটি হঠাৎ ওলাউয়িকে হত্যা করল, সেটা আমরা বুঝতে পারছি না।' বিশ্ববিদ্যালয়ের ভাই🐬স-চ্যান্সেলর প্রফেসর আদেবায়ো সিমিওন বামিরে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন যে তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
- আসলে কী ঘটেছিল
পৃথকভাবে, ছাত্র ইউনিয়নের নেতা, আব্বাস আকিনরেমি,ღ ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে জানিয়েছেন যে চিড়িয়াখানার সিংহকে খাওয়ানোর পরে দরজা লক করতে ভুলে গিয়েছেন ওলাউয়ি। এরপরেই তাঁর উপর হামলা করে সিংহটি। মিঃ আকিনরেমিও মিঃ ওলাউইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আরও জানিয়েছেন যে 'তিনি একজন ভাল এবং নম্র মানুষ ছিলেন, যখনই আমরা চিড়িয়াখানায় যেতাম, তিনি আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন।'
আব্বা গান্ডু, যিনি উত্তর নাইজেরিয়ার কানোতে একটি চিড়িয়াখানায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সিংহদের খাওয়াচ্ছেন, তিনিও ঘটনাটিকে দুরꦕ্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন এবং আরও সুরক্ষা ব্যবস্থা প🌳্রয়োজন বলে জানিয়েছেন। গান্ডু বলেছেন, 'এই ঘটনাটি কোনওভাবেই আমাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করবে না কারণ আমি মারা না যাওয়া পর্যন্ত সিংহদের খাওয়ানোর কাজই করতে চাই।' তিনি চিড়িয়াখানায় নিজের কাজের অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে বলেছেন, একটি বেবুন একবার আঙুল কামড়ে চেষ্টা করেছিল। এটাই তাঁর জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা।
এদিকে, ভারতেও একইরকম একটি ঘটনায় তিরুপতি চিড়িয়াখানায় সিংহের আঘাতে এক ব্যক্তি মারা গিয়েছেন। শ্রী ভেঙ্কটেশ্বর জুলজিক্যাল পার্কে এই ঘটনাটি ঘটেছে। এ প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্থানের আলওয়ার থেকে ৩৮ বছর বয়সী প্রহ্লাদ গুজ্জর নামের এক ব্যক্তি কোনও সতর্কতা ছাড়াই প্রায় ২৫ ফুট লম্বা সিংহের ঘেরা টোপে ঝাঁপ দিয়েছিলেন। তত্ত্বাবধায়ক কিছু করতে পারার আ🌞গেই ডোঙ্গলপুর নামের সিংহটি গুজ্জরকে হত্যা করে।