অসমের সরকারি স্কুল শিক্ষকদের অনুপস্থিতির বিরুদ্ধে অভিযানে করতে গিয়ে বড় বিপাকে পড়ছে শিক্ষা দফতর। শিক🦂্ষকদের বেতন বন্ধ করার জন্য প্রকাশিত তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যারা মৃত, অবসরপ্রাপ্ত বা মাতৃত্বকালীন ছুটিতে আছেন।
অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু রবিবার এই ভুলের তদন্ত করার ঘোষণা করেন। তিনি বলেন, ‘স্কুলে যাঁদের উপস্থিতি শূন্য, শিক্ষা দফতর তাঁদের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে। তবে প্রশিক্ষণ, ছুটি,🌼 প্রেষণ বা অন্যান্য সরকারি কাজে অনুমোদিত শিক্ষকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এই শূন্য উপস্থিতির কারণ নির্ধারণের জন্য একটি তদন্তও নির্দেশ দেওয়া হয়েছে।"
প্রা🍎থমিকভাবে ৪,৯০৭ জনের নাম তালিকায় ছিল, যার মধ্যে ১,১৯০ জন কলেজ শিক্ষক ছিলেন। তবে পরে কলেজ শিক্ষকরা স্কুল শিক্ষা দফতরের আওতার বাইরে থাকায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। এখ꧒ন স্কুল শিক্ষকদের ৩,৭১৭ জনের শূন্য উপস্থিতি নিয়ে তদন্ত করা হবে।
আরও পড়ুন। নেই পুষ্টিকর খাবার, স্কুলের🧸 মিড ডে মিলে শিশুদের পাতে দেওয়া হল শুধু হলুদ আর ভাত
অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাতুল চন্দ্র গোস্বামী এই তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘ছুটিতে থাকা শিক্ষকদের নাম প্রকাশ করা অগ্রহণযোগ্য এবং অসম্মানজনক। মৃত, অবসরপ্রাপ্ত, প্রেষণ এবং মাতৃত্বকালীন ছু𝄹টিতে থাকা শিক্ষকদের বেতন বন্ধ করার আদেশ দফতরের সমন্বয়ের অভাব প্রমাণ করে।’