২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লির দাঙ্গায় নিহত হয়েছিলেন আইবি অফিসার অঙ্কিত শর্মা। তাঁর ভাই অঙ্কুর শর্মাকে চাকরি দিল দিল্লি সরকার। তাঁকে দিল্লির শিক্ষা দফতরের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ করা হল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। অঙ্কুরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।এদিন নিহত আইবি অফিসারের ভাইকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, ‘আমরা কখনই প্রিয়জনকে হারানোর শূন্যতা পূরণ করতে পারি না। তবে আমি আশা করি এই সরকারি চাকরি এবং ১ কোটি টাকার আর্থিক সহায়তা তাঁর পরিবারের মানুষের মনে শক্তি জোগাবে। আমরা তাদের পাশে দাঁড়াব এবং যখনই প্রয়োজন হবে তাদের সমর্থন করব।’ গত বছরই নিহত আইবি অফিসারের পরিবারকে এক কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছিল দিল্লি সরকার। এরপরে তাঁর পরিবারে একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের মার্চ মাসে দিল্লি ক্যাবিনেটে এই মর্মে প্রস্তাব পাশ হয়েছিল। দিল্লি সরকারের কাছে চাকরি পাওয়ার পর অঙ্কুর শর্মা জানান, ‘আমার দাদার মৃত্যুর পরে দিল্লি সরকার আমাকে এবং আমার পরিবারকে প্রতিটি পদে-পদে সাহায্য করেছে। দিল্লি সরকার আমাদের আর্থিক সহায়তা করেছে। আমি এর জন্য অরবিন্দ কেজরিওয়ালের কাছে কৃতজ্ঞ থাকব।’ প্রসঙ্গত ২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লির দাঙ্গা চলাকালীন মৃত্যু হয় ওই আইবি অফিসারের। এ প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘বিজেপির জঘন্য রাজনীতির জন্য ওই অফিসারের মৃত্যু হয়েছিল।’ অন্যদিকে, দিল্লির দাঙ্গার জন্য দিল্লি সরকার এবং আম আদমি পার্টিকে দায়ী করেছেন দিল্লির বিজেপি মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর। মৃতের পরিবারকে চাকরি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হল একটি রাজ্যের সাংবিধানিক কর্তব্য। যদি কেউ দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে ক্ষতিপূরণ দেওয়া রাজ্যেরই দায়িত্ব এবং কর্তব্য।’