বহু প্রতী্ক্ষিত দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল আজ, ১১ ফেব্রুয়ারি। ৭০ আসন বিশিষ্ট দিল্রি লোকসভার জন্য ভোটগ্রহণ করা হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হবে। প্র𝓰থম ট্রেন্ড আসবে সাড়ে আটটা নাগাদ। তবে বেলা ১১ টার মধ্যেই চিত্র সাফ হয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
দেখুন ভোটের লাইভব্লগ, সর্বশেষ ফলের জন্য
এক্সিট প🐲োল যদি সত্যি হয়, তো এবারও দিল্লির আস্থা থাকছে অরবিন্দ কেজরিওয়ালের ওপর। কিছুটা ঘর গোছালেও অনেকটাই পিছিয়ে বিজেপি। তবে অমিত শাহ বলেছেন ১১ তারিখের ফলাফল সবাইকে চমকে দেবে। তাই এখনই হাল ছাড়ছে না বিজেপি। তাদের আশা হাড্ডাহাড্ডি লড়াইতে আম আদমি পার্টিকে হারাতে পারবে তারা।
২০১৫ সালে ৬৭ আসন পেয়েছিল আম ꦑআদমি পার্টি। তিনটি আসন পেয়েছিল বিজেপি। খাতা খুলতে পারেনি কংগ্রেস। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনারা সরকারি হিসেব মোতাবেক ফলাফল (জয় ও ট্রেন্ড পাবেন)।
HT বাংলা ও Hindustan Times এ আপনারা পাবেন সবচেয়ে তরতাজা খবর, বিশ্লে🔥ষণ, ভিডিও ও ব্রেকিং নিউজ। কোন কেন্দ্রে কি হচ্ছে, সেটা দেখতে পাবেন কার্টোগ্রামের মাধ্যমে।