শিখ ধর্মাবলম্বীদের বিমানে কৃপাণ সঙ্গে নিয়ে যাওয়ার বিপক্ষে গিয়ে এক আবেদনের মামলা এদিন খারিজ করে ꦑদিল দিল্লি হাইকোর্ট। দেশের অন্তর্গত বিমানযাত্রায় শিখ ধর্মাবলম্বীরা কৃপাণ সঙ্গে নেওয়ꦜার বিরোধিতা করে ওই মামলা দায়ের হয়েছিল। সেই মামলা সরাসরি খারিজ করে দেয় কোর্ট।
পিআইএলের মাধ্যমে আইনজীবী হর্ষ বিভোরে সিংঘল এই মামলার আবেদন করেন। যে আবেদনে তিনি কেন্দ্রের তরফে দেওয়া গত ৪ মার্চের নোটিফিকেশনকে কার্যত চ্যালেঞ্জ করেন। যে নোটিফিকেশনে বলা হয়েছে, শিখ ধর্মাবলম্বী ব্যক্তিত্বরা বিমানে কৃপাণ সঙ্গে নিতে পারবেন, তবে তার ধারালো অংশ ৬ ইঞ্চির চেয়ে বড় হবে না। আর সম্পূর্ণ কৃপাণের দৈর্ঘ হবে ৯ ইঞ্চি। দিল্লি হাইকোর্টে বিচারপতি সতীশ চন্দ্র ও সুব্রহ্মণ্যম প্রসাদের একটি ডিভিশন বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। তাঁরা বলেন, ‘এমন নীতির মাঝে আমরা কꦕীভাবে মাথা গলাই? আমরা এরমধ্যে ঢুকতে পারব না। এটাই ভারত সরকারের নৈতিক সিদ্ধা𝓡ন্ত।’ যদিও সওয়াল জবাব পর্বে আবেদনকারী আইনজীবীর দাবি ছিল তাঁর আবেদন যেন যুক্তির দিক থেকে বিবেচনা করা হয়। এই আবেদন খারিজ করা ছাড়াও আরও বেশ কয়েকটি আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি কোর্ট। কারণ সেই আবেদনগুলির কোনও রেকর্ড নেই।
এদিকি এই মামলার ইস্যুতে সংবিধান বিষয়ক সংশ্লিষ্ট কমিটিকে বিষয়গুলি ভেবে দেখার আহ্বান জানান আইনজীবী। তিনি বলছেন, ব্যুরো অফ সিভিল অ্য়াভিয়েশন এই নীতি নির্ধারণ করেনি। শুধুমাত্র সরকারি সিদ্ধান্তের আজ্ঞা বহন করছে। যদিﷺও তাঁর সমস্ত যুক্তির শেষে আবেদন খারিজ করেছে কোর্ট।