বিশ্বের ৭টি আশ্চর্যের মধ্যে একটি হল আগ্রার তাজমহল। ইতিহ🥃াস বই থেকে শুরু করে সমস্ত নথিতে উল্লেখিত রয়েছে মুঘল সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন। তবে সেই তথ্য ভুল বলে দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব। তাঁর দাবি ছিল, রাজা মান সিংহের প্রাসাদেরই সংস্কার করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তিনি আলাদাভাবে প্রাসাদটি নির্মাণ করেননি। এই দাবিতে হিন্দু সেনা সভাপতি ইতিহাস বই এবং অন্যান্য নথি থেকে তাজমহল সম্পর্কিত চিরাচরিত তথ্য সরিয়ে ফেলার আর্জি জানিয়েছিলেন। সেই সংক্রান্ত মামলায় বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে (এএসআই) বিবেচনা করতে বলল দিল্লি হাইকোর্ট।
আরও পড়ুন: শা🐭হজা❀হান তাজমহল তৈরি করেননি দাবি করে ইতিহাস বই বদলাতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
শুক্রবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে এই আবেদনটির শুনানি হয়। শুনানির সময় বেঞ্চে জানায়, আবেদনকারী এর আগে সুপ্রিম কোর্টে এই দাবি জানিয়ে একটি মামলা করেছিলেন। সেক্ষেত্রে মামলাকারীকে এএসআই’এর কাছে যেতে বলা হয়েছিল। তবে এএসআই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় মামলাকারী হাইকোর্টের দ্বারস্থ😼 হয়েছেন। তাই এএসআইকে এই সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে হবে। আবেদনকারী কেন্দ্রীয় সরকার, এএসআই, জাতীয় তথ্যভাণ্ডার এবং উত্তরপ্রদেশ সরকারকে তাজমহল সম্পর্কে ইতিহাস বই থেকে ভুল তথ্য সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি আদালকে জানান, ইতিহাস বই নিয়ে গভীর অধ্যায়ন করেছেন তিনি। তাই তিনি এবিষয়ে তথ্য যে ভুল রয়েছে সে বিষয়টি জানতে পেরেছেন। তাঁর মতে, জনগণের তাজমহল সম্পর্কে সঠিক ইতিহাস জানা উচিত।