দিওয়ালির রাতে ভয়াবহ ঘটনা দিল্লির বুকে। এক হাড়হিম করা সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার দৃশ্য ফুটে উঠেছে। দিল্লির শাহদরাতে এক বাড়ির সামনে এক ব্য়ক্তি দিওয়াল💫ির রাতে বাজি ফাটানোয় ব্যস্ত ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকজন কম বয়সীও ঘোরাফেরা করছিল। এমনই সময় শুটারের নিশানায় আসে ওই ব্যক্তি। নিমেষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ব্যক্তি ও তাঁর ভাইপোর।
দিওয়াꦑলির রাতে আর চার পাঁচটা বাড়িতে যেমন উদযাপন হয়, সেভাবেই হচ্ছিল উদযাপন। আলোর রোশনাইতে সেজেছিল পাড়া। সেজেছিল বাড়ি। এমন সময়ই রাস্তায় কালীপটকা ফেলে ফাটানোর পরিকল্পনায় ছিল শর্মা বাড়ির সদস্যরা। বাজি ফাটাতে দেখা যাচ্ছিল এক বয়স্ক ব্যক্তিকে। সঙ্গে ছিল দুই কিশোর। এদিকে, রাস্তার অপর প্রান্ত থেকে স্কুটিতে সাদা রঙের পাঞ্জাবি পায়জামা পরে আসতে দেখা যায় আরও এক কিশোরকে। সে ওই ব্যক্তির কাছে এসেই স্কুটি থামিয়ে প্রণাম করে ব্যক্তিকে। তার সঙ্গে সঙ্গেই দেখা যায়, ওই স্কুটিতে চড়া কিশোরের কাছ দিয়েই এক সাদা পোশাক পরা ব্যক্তি ঘুরছে। আর সেই পরে বন্দুক বের করে গুলি চালায়। গুলিতে নিহত হন ৪৪ বছরের আকাশ শর্মা। যাঁকে গুলির খানিক আগে স্কুটিতে চড়া কিশোর প্রণাম করেছিল। গুলিতে নিহত হয়েছে আকাশের ভাইপো ১৬ বছরের ঋষভ শর্মা। আহত হয়েছে আকাশের পুত্র ১০ বছরের কৃষ শর্মা। গোটা ঘটনায় শর্মা পরিবারে উৎসবের রাতে নেমে আসে ঘোর শোকের অন্ধকার। দিল্লির শহদরার ফর্ণ বাজারের এই ঘটনার দৃশ্য সিসিটিভি বন্দি হয়। গোটা ঘটনায় 🦩হতবাক এলাকাবাসী। সিসিটিভির ছবি সামনে আসতেই ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতভাবে জানা যাচ্ছে, কোনও টাকার লেনদেন নিয়ে ঝামেলার জেরে এই খুন।
( India-China Sweet Exchange: গলছে বরফ? গালওয়ান পরবর্তী সময়ে দীপাবলিতে൩ লাদাখে ভারত-চিনের সেনার মিষ্টি বিনিময়)
পুলিশ বলছে, এই খুন ১৭ দিন আগে পরিকল্পনা করেছিল অভিযুক্ত। বহু দিন ধরেই ওই কিশোর ও আকাশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে নানান রকমের ফৌজদারি ঘটনার কেস রয়েছে। জানা গিয়েছে, শর্মার দিকে তাক ♐করে ৫ টি বুলেট নিক্ষেপ করেছে শুটার। জানা গিয়েছে, ওই শুটারের পিছনে আকাশ শর্মার ভাইপো দৌড়ে যেতেই তাকেও গুলি করে হত্যা করে শুটার। দিল্লির বুকে দিওয়ালির রাতে এই জোড়া খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।