বেআইনিভাবে চলছিল আইএএস তৈরির ‘কারখানা’, অনুমোদন ছাড়াই বেসমেন্টে লাইব্রেরি খোলা হয়েছিল- দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যুরꦦ পর এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন UPSC প্রার্থীরা। তাঁদের দাবি, কোচিং সেন্টারের বেসমেন্টে সুরক্ষা সংক্রান্ত কোনও বিধি মানা হয়নি। তারপরও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। আর সেই গাফিলতির জন্যই তিন চাকরিপ্রার্থীর প্রাণ গিয়েছে বলে অভিযোগ তুলেছেন অন্যান্যরা। দিল্লি সরকার, দিল্লি পুরসভা এবং সংশ্লিষ্ট আইএএস কোচিং সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। স্লোগান তুলেছেন ‘উই ওয়ান্ট জাস্টিস।’
কী হয়েছিল দিল্লির IAS কোচিং সেন্টারে?
শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ দিল্লির ওল্ড রাজ🦋েন্দ্রনগরে একটি কোচিং সেন্টারের বে𝐆সমেন্টে জল ঢুকে যায়। পুলিশ জানিয়েছে, সেইসময় কোচিং সেন্টারের মধ্যে প্রায় ৩০ জন পড়ুয়া ছিলেন। ১৩-১৪ জনকে উদ্ধার করা হয়। বাকিটা নিজেরা বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তিনজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। পরে আরও দু'জন UPSC প্রার্থীর দেহ মেলে।
ক্ষোভে ফেটে পড়েছেন অন্যান্য UPSC প্রার্থীরা
সহপাঠীদের মৃতদেহ উদ্ধারের পরই ক্ষোভে পড়েন অন্যান্য UPSC প্রার্থীরা। আইএএস ‘তৈরির কার𓃲খানা’ হিসেবে পরিচিত ওল্ড রাজেন্দ্রনগরে সেই কোচিং সেন্টারের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এক UPSC প্রার্থী বলেন, 'প্রশাসনের তদন্ত করা উচিত। কারণ এখানে বেসমেন্টে যা যা খোলা হয়েছে, তা বেআইনিভানে চলবে। সুরক্ষার কোনও বালাই নেই। দিল্লি পুরসভা কীভাবে সেইসব নকশায় অনুমোদন দিয়েছে, জানি না। এখন তদন্ত করা হোক। যাঁদের গাফিলতি ধরা পড়বে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।'
আরও পড়ুন: UPSC-র আদলে হবে WBCS Executive পরীক্ষার প্রশ্ন🔜, সিলেবাসেও বদল, অনুমোদন রাজ্যের
একইসুরে অপর এক প্রার্থী বলেন, 'আমাদের প্রথম দাবি হল, এখানে বেসমেন্টে যে লাইব্রেরিগুলি চলছে, সেগুলির সব বন্ধ করে দিতে হবে। বেসমেন্টে যে যে লাইব্রেরি আছে, সব বেআইনিভাবে চলছে। কোথায় সমস্যা হচ্ছে, সেটা দেখা উচিত দিল্লি পুরসভার। এই প্রথমবার এখানে জল জমল না। আগেরবার যখন বৃষ্টি হয়েছিল, তখনও জলে ভাসছিল গাড়ি। এক ব🌠ছরে কিছুই করেনি পু💖রসভা।'
ঘটনার সময় কী ভয়ংকর পরিস্থিতি হয়েছিল? শোনালেন বেঁচে ফেরা ১ প্রার্থী
এক UPSC প্রার্থী জানিয়েছেন, জলের স্রোত এতটাই বেশি ছ🎃িল যে তাঁরা সিঁড়ি থেকে উঠতে পারছিলেন না। বেসমেন্টে ১০-১২ ফুট জল দাঁড়িয়ে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য দড়ি ফেলা হয়েছিল। কিন্তু জল এতটাই নোংরা ছিল যে কিছুই দেখতে দেখা যাচ্ছিল। অপর একজন জানান যে গতবারও বৃষ্টির সময় জলের তলায় চলে গিয়েছিল পুরো বেসমেন্ট। ক্লাস বাতিল করে দেওয়া হয়েছিল।