ঋণের টাকা শোধ না করায় পুলিশের এক আধিকারিকের ছেলেকে খুন করার অভিযোগ উঠল। রাজধানী দিল্লির এক সহকারি পুলিশ কমিশনারের ছেলেকে দুই যুবক মিলে খুন করে দেহ একটি খালে ফেলে দিয়েছে। ঘটনায় ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবকের নাম লক্ষ্য চৌহান (২৬)। এখনও পর্যন্ত তার দেহ উদ্ধার করতে ⛎পারেনি পুলিশ। তা উদ্ধার করার চেষ্টা চলছে। দিꦚল্লি পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিকের ছেলেকে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পরে গিয়েছে রাজধানীতে।
আরও পড়ুন: বাবার কাটা মুণ্ড হাতে নিয়ে হাঁটছে ছেলে, প্রকাশ্যে অঞ্জন দাস 🌌হত🎶্যাকাণ্ডের ভিডিয়ো
জানা গিয়েছে, সহকারি পুলিশ কমিশনার যশপাল চৌহানের ছেলে লক্ষ্য চৌহান ২২ জানুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তিনি পেশায় একজন আইনজীবী। ২২ জানুয়ারি হরিয়ানার ভিওয়ানিতে এসইউভি গাড়িতে করে একটি বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন। তিনি দিল্লির তিস হাজারি কোর্টে প্র্যাকটিস করতেন। অন্যদিকে, তিনি যাদের সঙ্গে গিয়েছিলেন সেই দুজন বিকাশ ভরদ্বাজ এবং অভিষেকও একই আদালতে ক্লার্কের কাজ করে। ছেলে বাড়ি না ফেরায় পরের দিন থানায় অভিযোগ দায়ের করেন সহকারি পুলিশ সুপার। ঘটনার তদন্তে পুলিশ গত শুক্রবার অভিষেককে দিল্লির নরেলার জওহর ক্যাম্প থেকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে, ২২ জানুয়ারি বিকাশ তাকে ডেকেছিল এবং সোনিপতে একটি বিয়ের অনুষ্ঠানে 🦹তার সঙ্গে আসতে বলেছিল। বিকাশ তাকে বলেছিল যে লক্ষ্য তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু , সেই টাকা কোনওভাবেই ফেরাতে চাইছে না। এমনকী টাকা চাইলে তার সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর তারা লক্ষ্যকে খুনের পরিকল্পনা করে।
বিকা꧑শ ও অভিষেক সোমবার বিকেলে মুকারবা চ🧜কে দেখা করেন এবং লক্ষ্যের গাড়িতে সোনেপত যান। অভিষেক পুলিশকে জানিয়েছে, যে তারা ২৩ জানুয়ারি বিকেলে অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় পানিপথের কাছে একটি খালে প্রথমে লক্ষ্যকে গুলি করে খুন করে। এরপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আরও জানায়, বিকাশ তাকে দিল্লির নরেলায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারা যুক্ত করা হয়েছে। মামলায় অভিষেককে গ্রেফতার করা হয়েছে। বিকাশের খোঁজ চলছে। পুলিশ লক্ষ্যের দেহের সন্ধানে তল্লাশি অভিযানও শুরু করেছে।