꧂ দেওঘরে রোপ💎ওয়ে দুর্ঘটনায় পর কেটে গিয়েছে ২০ ঘণ্টা। ২,০০০ ফুট উঁচুতে এখনও প্রায় ৫০ জন পর্যটক আটকে আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার। কিন্তু তারের কারণে হেলিকপ্টারের ট্রলি পর্যন্ত পর্যটকদের আনতে সমস্যা হচ্ছে। তারইমধ্যে সেই দুর্ঘটনায় কমপক্ষে এক মহিলার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: যোগীকে ♈নালিশ জানাতে ২১০ কিমি দৌড়🐻, অনন্য নজির গড়ার পথে ১০ বছরের ‘অভিমানী’ কাজল
দেওঘরের ডেপুটি কমিশন🥀ার মঞ্জুনাখ ভজন্ত্রী জানিয়েছেন, পর্যটকদের সুরক্ষিত স্থানে নিয়ে যেতে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার। রবিবার রাত থেকেই ঘটনাস্থলে আছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) একটি বাহিনী। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ দেওঘরের বাবা বৈদ্যনাথ মন্দিরের কাছে ত্রিকূট পাহাড়ে একাধিক রোপওয়ের ধাক্কা লাগে। ৭৬৬ মিটার দ☂ীর্ঘ রোপওয়েটি ভারতের উচ্চতম 'ভার্টিকাল রোপওয়ে' বলে দাবি করা হয় ঝাড়খণ্ড সরকারের পর্যটন দফতরের তরফে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গভীর রাতে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন পর্যটক।