মুম্বইয়ের ধারাভি বস্তিকে উন্নতি করার টেন্ডার জিতল আদানি গ্রুপের আদানি প্রপার্টিস। বিশ্বের অন্যতম বৃহত্তম বস্তির উন্নয়ন করবে আদানি গ্রুপ। প্রাথমিকভাবে এক্ষেত্রে ৫,০৬৯ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। ধারাভি রি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিইও তথা কমিশনার অফ মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি এসভিআর শ্রীনিবাস জানিয়েছেন আদানি গ্রুপ টেন্ডার জিতেছে। ডিএলএফ গ্রুপ ২,০২৫ কোটির বিড জমা দিয়েছিলেন। নমন গ্রুপের বিড আমরা খুলিনি। কারণ টেকনিকাল পরীক্ষায় তারা পাস করতে পারেনি।একদিকে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তেমনি বস্তির পরিকাঠামো উন্নয়ন করা হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের অংশীদারিত্ব থাকবে ২০ শতাংশ ও ৮০ শতাংশ থাকবে ওই সংস্থার। এক্ষেত্রে আদানি গ্রুপের।চুক্তি মোতাবেক উল্লেখ করা হয়েছিল যারা সবথেকে বেশি খরচ করতে পারবে বলে জানাবে তারাই এখানে নিলাম জিতবে। এক্ষেত্রে সংস্থাকে ১৬০০ কোটির বেশি বিনিয়োগ করতে হবে। সেই নিলামে জিতে গিয়েছে আদানি গ্রুপ। ঠিক কত পরিবার বাস করেন এই বস্তিতে?গত ১৮ বছরে এনিয়ে চতুর্থবার মহারাষ্ট্র সরকার এশিয়ার বৃহত্তম এই বস্তিকে উন্নয়ন করার কাজে হাত দেওয়ার উদ্যোগ নিচ্ছে। প্রায় ৫৮,০০০ পরিবার এই বস্তিতে বাস করেন। ১২,০০০ বাণিজ্যিক প্রতিষ্ঠান এই বস্তির মধ্যে রয়েছে। এই বস্তির মধ্য়ে থাকা আবাসিক, বাণিজ্যিক ও শিল্পগত ক্ষেত্রে সব জায়গাতেই পরিকাঠামো উন্নয়ন করা হবে।প্রায় ৬০০ একর জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে এই বস্তি। দেশের অর্থনৈতিক রাজধানীর একেবারে কেন্দ্রস্থলে তৈরি হয়েছে এই বিশাল বস্তি। এই বস্তির পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে টেন্ডার করা হয়েছিল। কার্যত গ্লোবাল টেন্ডার।আদানি গ্রুপের পাশাপাশি ডিএলএফ ও শ্রীনামান ডেভেলপার্সও এতে অংশ নিয়েছিল।তবে প্রি বিডিং মিটিংয়ে অন্তত ৮টি সংস্থা অংশ নিয়েছিল। তার মধ্যে আন্তর্জাতিক সংস্থাও ছিল। তবে শেষ পর্যন্ত টেন্ডার জিতে গিয়েছে আদানি গ্রুপ। এর পরবর্তী ধাপে সরকারিস্তরে এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার ওপরেই এই বস্তির ভবিষ্যৎ নির্ভর করছে।