জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার প্রত্যন্ত গ্রাম সালোয়া থেকে আইএএস হয়েছিলেন রেহানা বসির। কাশ্মীর কন্য়ার এই সাফল্য🐓 নিয়ে চর্চা হয়েছিল গোটা দেশ༺জুড়ে। ২০১৮ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় ১৮৭তম স্থানে ছিলেন তিনি। সেই কাশ্মীরের সেই কন্য়াই মঙ্গলবার দিনহাটার মহকুমা শাসকের দায়িত্ব নিলেন।
ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা। নানা সময়𓄧ে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহারের এই আধা শহর। একাধিকবার অস্ত্রও উদ্ধার হয়েছে দিনহাটার বিভিন্ন প্রান্ত থেকে। এদিকে কাশ্মীরও নানা কারনে উত্তপ্ত থাকে মাঝেমধ্যেই। সেই কাশ্মীর থেকেই তিনি এবার দিনহাটাতে মহকুমা শাসকের চেয়ারে বসলেন। এটাই তাঁর প্রথম পোস্টিং। অত্যন্ত লড়াকু ও লক্ষ্যে অবিচল। সেক্ষেত্রে তাঁর হাত ধরে দিনহাটার কতটা শান্ত হয় সেদিকেই তাকিཧয়ে রয়েছেন অনেকেই। প্রসঙ্গত এই দিনহাটার বাসিন্দা নিশীথ প্রামাণিক বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
অত্য়ন্ত বন্ধুর পথে রেহানা বসির এই সাফল্যে পেয়েছেন। ২০০৬ সালে তিনি বাবাকে হারান। এরপর পথটা আরও কঠিন হয়ে যায়। কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স থেকে তিনি মেডিক্যাল পড়া শুরু করেছিলেন। তবে তাঁর দাদা আমির বসির ২০১৭ সালে ইউপিএসসি পরীক্ষ🦄ায় আইএএসে ৮৪৩তম স্থানে ছিলেন। এরপরই I𒊎AS হওয়ার জন্য রেহানা বসির চেষ্টা শুরু করেন। আর লক্ষ্য স্থির🎃 থাকলে সাফল্য যে আসবেই তা তিনি প্রমাণ করে দিয়েছেন।