১২ বছর আগে হয়েছিল মহিলার অ্যাপেন্ডিক্স অপারেশন। সেই অপারেশনের সময়ই চিকিৎসকের ভুলে, মহিলার পেটের মধ্যে রয়ে গিয়েছিলেন সার্জিক্যাল সিজার (কাঁচি)। অ্যাপে🍸ন্ডিক্সের যন্ত্রণায় কাতর হয়ে ওই মহিলা, চিকিৎসকের দ্বারস্থ হয়ে অপারেশন করালেও, অপারেশনের পরও কেন পেটে ব্যথা রয়েছে, তা বুঝতে পারছিলেন না। এরপর বহু চিকিৎসকের দ্বারস্থ হলেও, সমস্যা মেটেনি।
টানা ১২ বছর পর ওই অসুস্থ মহিলা শেষমেশ জানতে পারলেন তাঁর পেটে অ্যাপেন্ডিক্স অপারেশনের সময়🍬 থেকে গিয়েছিল একজোড়া সার্জিক্যাল সিজার। আর তার জেরেই এই যন্ত্রণা। ঘটনা সিকিমের। সিকিমের গ্যাংটকে স্যার থুতোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালে ওই মহিলার অপারেশনটি হয়েছিল। মূলত, এক্সরে করার পর আসল সত্যিটি বেরিয়ে এসেছে। ৪৫ বছর বয়সী এই মহিলার পরিবার গোটা ঘটনা জানার পর হতবাক হয়েছে। ২০১২ সালে ওই মহিলার অপারেশন হয়েছিল। তারপর থেকে প্রায় এক দশকের বেশি সময় ধরে পেটে ওই দুই সার্জিক্যাল কাঁচি নিয়ে যন্ত্রণায় ভোগেন মহিলা।
( Maharashtra Election 2024: গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত জামিন পেতেই যোগ শিবসেনায়,൩ ভোটের মুখে বিতর্কে NDA)
( Wayanad By Poll: ওয়েনাড়ে ভোটযুদ্ধের ডেব্যু প্রিয়ঙ্কার, সোনিয়া-কন্যার বিরুদ্ধে BJP ময়দানে নামাল নব্যা হরিদাসকে, 🐈কে তিনি?)