মার্কিন ফেডারেল সরকারের খরচ কমাতে ইলন মাস্কের ওপর 'চাপ' বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, মার্কিন ফেডারেল সরকারের খরচ বাগে আনতে এর আগে 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি' চালু করেছিলেন ট্রাম্প। সেই দফতরের মাথায় আছেন ধনকুবের ইলন মাস্ক। ইতিমধ্যেই একাধিক খাতে খরচে কাটছাঁট করেছেন মাস্ক। এমনকী ইউএস এইড বন্ধও করে দিয়েছেন তিনি। এদিকে এরপরও ট্রাম্প চাইছেন, ফেডারেল সরকারের খরচ কমাতে যেন আরও বেশি 'অগ্রাসী' হন মাস্ক। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তাও পোস্ট করেছিলেন ট্রাম্প। আর ট্রাম্পের সেই বার্তা পোস্ট হতেই পালটা সরকারি কর্মীদের ওপর চাপ সৃষ্টি করলেন ইলন মাস্ক। (আরও পড়ুন: বন্দুক হাতে সটান IC🔜U-তে দুষ্কৃতী,'বন্দি' হাসাপাতাল কর্মীরা,🍒 জখম ডাক্তার-নার্স, মৃত ২)
এর আগে ২২ ফেব্রুয়ারি সকাল সকাল (মার্কিন স্থানীয় সময়ে) ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, 'ইলন দুর্দান্ত কাজ করছে। তবে আমি চাই, তিনি যাতে আরও বেশি আগ্রাসী হন। আমাদের মনে রাখতে হবে যে এই দেশক♈ে বাঁচানোর দায়িত্ব আমাদের ওপরে। এবং সর্বোপরী আমাদের এই দেশকে আগের থেকে শ্রেষ্ঠ করে তুলতে হবে। MAGA' ট্রাম্পের এই সোশ্যাল মিডিয়া পোস্টের পরপরই ইলন মাস্কের তরফ থেকে মার্কিন ফেডারেল কর্মীদের উদ্দেশে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, ইলন মাস্কের নির্দেশিকায় নাকি বলা হয়েছে, জলদি নিজেদের কাজ সম্পন্ন করে রিপোর্ট জমা দিন, নয়ত চাকরি হারান।
এর আগে কয়েক হাজার মার্কিন ফেডারেল কর্মীকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে 'অফার' দিয়েছিল ট্রাম্প-মাস্ক জুটি। কতকটা কর্পোরেট ধাঁচেই মার্কিন সরকারি কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছেন ইলন মা🔜স্ক। এমনিতেও কর্পোরেট জগতে ইলন মাস্কের কঠোর মনোভাবের বিষয়টি চর্চার বিষয়। এখন তিনি যেন সেই 'কর্মসংস্কৃতি' নিয়ে আসতে চাইছেন মার্কিন সরকারি দফতরগুলিতে। এই আবহে ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে লেখেন, 'প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, সব ফেডারেল কর্মী একটি ছোট ইমেল পেয়েছেন। তারা গত সপ্তাহে কী কাজ করেছেন, সেই নিয়ে তাদের জানাতে হবে। যদি এই সংক্রান্ত রিপোর্ট তারা জমা দিতে ব্যর্থ হন, তাহলে ধরে নেওয়া হবে তিনি পদত্যাগ করছেন।' যদিও ইলন মাস্ক নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় এটা স্পষ্ট করেননি যে 'ওয়ার্কিং অ্যাকাউন্ট' জমা করার ক্ষেত্রে ঠিক ঠিক কী কী কাজের উল্লেখ করতে তবে। তাছাড়া এই সংক্রান্ত ডেডলাইনের বিষয়টিও তিনি স্পষ্ট করেননি।
এর আগে সম্প্রতি মার্কিন 🐷প্রতিরক্ষা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে নয়া সপ্তাহের মধ্যেই তারা তাদের বেসামরিক কর্মী সংখ্যা এক ধাক্কায় ৫ শতাংশ কমিয়ে ফেলে। এছাড়া অন্যান্য বিভিন্ন দফতরে প্রোবেশনে থাকা অনেক সরকারি কর্মীকে ছাঁটাই করছে প্রশাসন। যদিও ট্রাম্প-মাস্ক জুটির এই সব ছাঁটাই পরিকল্পনায় কোনও কোনও ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে মার্কিন আদালতের নির্দেশিকা। তবে তাও তাঁরা নিজেদের মতো করে এগিয়ে চলেছেন সরকারি খরচ কমানোর লক্ষ্যে।