ফের একবার পারস্পরিক শুল্ক আরোপ নিয়ে ভারতকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগেই পারস্পরিক শুল্ক নিয়ে ঘোষণা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মোদী ওয়াশিংটন ডিসি-তে থাকাকালীনই সেই ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঘোষণা হলেও সেই শুল্ক এখনও কার্যকর করা হয়নি। এই আবহে শনিবার রাতে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প ফের বললেন, 'ভারত ও চিনের মতো দেশগুলির ওপরে আমরা পারস্পরিক শুল্ক বসাতে চলেছে অতি শীঘ্রই। এর অর্থ, ওরা যদি আমাদের পণ্যে শুল্ক বসায়, তাহলেও আমরাও শুল্ক চাপাব। এটা খুবই সরল। আমরা ন্যায্য হতে চাই। আমরা এর আগে কখনও এটা করিনি। কিন্তু এখন এটা করার জন্য়ে প্রস্তুত হচ্ছি।' (আরও পড়ুন: 'ওরা সুযোগ নিচ্ছে...', USAID বিতর🦄্কের রেশ টেনে 🥂এবার মোদী সরকারকেই তোপ ট্রাম্পের?)
আরও পড়ুন: বাংলাদেশে রাজনীতি শক্ত📖িশালী করার নামে কার পকেটে $২৯ মিলিয়ন? বিস্ফোরক ট্র𓆉াম্প
এর আগে সম্প্রতি আবার গাড়ি, সেমিকন্ডাক্টর, ফার্মা পণ্যের ওপর শুল্ক চাপার ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। মায়ামিতে এক সভায় ভাষণ রাখার সময় এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছিলেন, 'আরও বেশ কিছু পণ্যের ওপর আগামী মাসে কিংবা যত শীঘ্র সম্ভব শুল্ক চাপাতে চলেছি। গাড়ি, সেমিকন্ডাক্টর, চিপ, মেডিক্যাল পণ্য, ওষুধ, কাঠের তক্তার পণ্যে শুল্ক চাপাব আমি।' যদিও এই ঘোষণা নিয়ে বিশদে কিছু তিনি বলেননি। এর আগে ১৪ ফেব্রুয়ারি ট্রাম্প জানান, ২ এপ্রিল এই নয়া শুল্ক নিয়ে বিস্তারিত ঘোষণা করবেন তিনি। বিভিন্ন অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থা যাতে আমেরিকায় গাড়ি তৈরি করতে শুরু করে, এর জন্যেই এই নয়া শুল্ক আরোপের পথে হাঁটা হবে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে অবশ্য তাঁর 'ডান হাত' ইলন মাস্ক ভারতে টেসলার কারখানা চালু করতে পারেন বলে শোনা যাচ্ছে। যা নিয়ে নাখুশ ট্রাম্প। (আরও পড়ুন: কলꦍকাতার বাইমেলায় ছিল না🅰 স্টল, তবে মহাকুম্ভে বাংলাদেশি দল পাঠাল ইউনুসের সরকার)
এর আগে ন𝓰রেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে 'প্রতিশোধমূলক শুল্ক' আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, চড়া শুল্কের কারণে ভারতে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন 🦄পণ্যের উপরে বেশি শুল্ক ধার্য করে ভারত। সেই পরিস্থিতিতে এবার থেকে ভারত মার্কিন পণ্যের উপরে যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করা হবে। বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিশোধমূলক শুল্ক চাপাব। অর্থাৎ যে দেশ আমেরিকার পণ্যের উপরে যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের উপরে। বেশিও না, কমও নয়।
অপরদিকে এই সবের মাঝেই সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। রিপোর্ট 💝অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।