মণিপুরের পরিস্থিতি এখন অনেক ভালো হয়েছে। ধীরে-ধীরে শ🐬ান্তি ফিরে আসছে। হিংসার ঘটনা কমে যাচ্ছে। স্কুল-কলেজ খুলেছে। দেশের বাকি অংশের মতো মণিপুরেও পরীক্ষা হয়েছে। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পরিস্থিতিতে নাম না করে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন যে যখন মণিপুরে শান্তি ফিরে আসছে, তখন যেন আগুনে ঘি ঢালা না হয়। কারণ এখন যারা আগুনে ঘি ঢালবে, আগামিদিনে তাদের ‘রিজেক্ট’ করে দেবে মণিপুর। রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে।
মণিপুর নিয়ে মোদী রাজ্যসভায় কী কী বললেন?
'গত অধিবেশনে আমি মণিপুর নিয়ে বিস্তারিতভাবে কথা বলেছিলাম।🉐 আজ আমি ফের মণিপুর নিয়ে কথা বলব। মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওখানে যা যা ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে ১১,০০০-র বেশি এফআইআর দায়ের করা হয়েছে। মণিপুর ছোট রাজ্য। ১১,০০০-র বেশি এফআইআর দায়ের করা হয়েছে। ৫০০-র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। আমাদের এই বিষয়টা স্বীকার করতেই হবে যে মণিপুরে ক্রমশ হিংসার ঘটনা কমছে।'
(বিস্তারিত পরে আসছে)