রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু এই প্রথম বাজেট অধিবেশনে বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের বাজেট অধিবেশনের আগে রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মুর্মু এদিন সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেন। এদিন তিনি তাঁর বক্তব্যে বলেন যে দেশে পর পর ২ টি বার বর্তমান সরকারকে বেছে নেওয়ার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদজ্ঞাপন করেন। এছাড়াও ৩৭০ ধারার অ꧑বলুপ্তি, তিন তালাকের মতো ইস্যুতে কেন্দ্রীয় পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি।
কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া গত কয়েক বছর ধরে একাধিক পদক্ষেপ ঘিরে ভূয়সী প্রশংসা করেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে সন্ত্রাস দমনে কেন্দ্রের কড়া পদক্ষেপ, এলওসি থেকে এলএসি, ৩৭০ ধারার অবলুপ্তি থেকে তিন তালাক, আমার সরকারকে নির্ধারক সরকার হিসাবে স্বীকৃত করেছে।’ একই সঙ্গে রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বের যেকোনও জায়গায় যেখানে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, সেই দেশগুলিকে ঘিরে রয়েছে বিপুল সমস্যা। তবে আমার সরকার জাতীয় স্বার্থে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে তা ভারতকে ভালো অবস্থায় রেখেছে বাকি দেশের থেকে।’ নরেন্দ্র মোদী সরকারকে স্থায়ী, সাহসী, নির্ধারক সরকার হিসাবে আখ্যা দিয়ে, রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘আমার সরকার এগিয়ে চলেছে বড়সড় স্বপ্নকে সফল করতে। কোনও ভেদাভেদ না করে সমাজের প্রতিটি অংশের জন্য আমার সরকার কাজ করেছে। যার ফল স্বরূপ বহু সুযোগ সুবিধা ১০০ শতাংশ জনতার কাছে পৌঁছেছে নয়তো, তার খুব কাছে পৌঁছেছে।’ (অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম, বড় ঘোষণা জগন মোহন রেড্ডি🃏র)