ফের মদ্যপ চালকের বিলাসবহুল গাড়ির ধাক্কায় গেল প্রাণ! শুক্রবার ভোর রাতে 𒁃(রাত ১২টার পর) ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের একটি ধনী এলাকায়।
সূত্রের দাবি, ওই চালক, তাঁরা দামি অডি গাড়ি নিয়ে প্রথমে একটি স্কুটারে ধাক্কা মারেন। তাতে স্কুটারে সওয়ার তিনজনই গুরুতর জখম হন। তারপর 💞ধাক্কা মারেন একটি মোটরবাইকে। তাতেই প্রাণ যায় একটি ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত এক ডেলিভারি এজেন্টের।
প♛ুণে পুলিশের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ কোরেগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিউজ এইটিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই ꦚদুর্ঘটনায় যে যুবকের প্রাণ গিয়েছে, তাঁর নাম রউফ শেখ। তিনি ওই সময় মোটরবাইকে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন।
প্রাথ☂মিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দ্রুত গতিতে আসা ওই বিলাসবহুল গাড়িটি রউফ শেখের মোটরবাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। এর ফলে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান ওই যুবক। শরীরে গুরুতর আঘাত পান তিনি।
এর কিছুক্ষণের মধ্যে তাঁকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থা🌞নীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানকার চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
এখনও পর্যন্ত পুলিশের হাতে যে তথ্য এসেছে, সেই অনুসারে, শহরের মুন্ধওয়া এলাকায় তড়িগুত্তার কাছেꦐ ওই যুবককে ধাক্কা মারা হয়। ঘটনায় অভিযুক্ত চালকের নাম আয়ুষ তয়াল। তাঁর বয়স𝔍 ৩৪ বছর। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেন তিনি।
তবে, তাতেও পুলিশের চোখে ফাঁকি দꦐিতে পারেনি ওই যুবক। দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে𒁃 পুলিশ। তাতেই আয়ুষকে চিহ্নিত করে তারা।
এরপর আয়ুষকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ওই যুবক হাদাপসর এ🐲লাকার বাসিন্দা। সেখান থে♍কেই তাঁকে পাকড়াও করা হয়।
এই ঘটনা সম্প🐟র্কে বলতে গিয়ে অতিরিক্ত পুলꩵিশ সুপার মনোজ পালি জানিয়েছেন, 'যে গাড়িটি রউফ শেখের মোটরবাইকে ধাক্কা মারে, সেটি চালাচ্ছিলেন আয়ুষ তয়াল। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সেখাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁকে চিহ্নিত ও পরবর্তীতে গ্রেফতার করা হয়।'
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আয়ুষ তয়াল একটি বেসরকারಌি সংস্থায় সিনিয়র এগজিকিউটিভের পদে কর্মরত রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি মদ্য়পান করে গাড়ি চালাচ্ছিলেন। এই অনুমান সঠিক কিনা, সেই বিষয়ে নিশ্চিত হতে আয়ুষের স্বাস্থ♕্য পরীক্ষা করানো হচ্ছে।
এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সেগুলি হল - ভারতীয় ন💝্য়ায় সংহিতা (বিএনএস)-এর ১০৫ (অপরাধমূলক খুন), ২৮১ (বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ) (ব্যক্তির জীবিন ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করা), ১৩২ (কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থা), ১১৯ (আঘাত এবং গুরুতর আঘাত করা)।
এছাড়াও, অভিযুক্তের বিরুদ্ধে মোট⭕র ভ𒊎েহিকল আইনের একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে।