জেল থেকে ছাড়া পাওয়ার আটদিনের মাথায় ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। গত বৃহস্পতিবার রাজভবনে ঝাড়খণ্ডের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার এক্সকিউটিভ প্রেসিডেন্ট। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আর এরই মাঝে এবার হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় লোকসভা ভোটের কয়েকমাস আগে জেলে যেতে হয়েছিল হেমন্ত সোরেনকে। (আরও পড়ুন: সীমিত সময়ের জন্যে কয়েকশো টাকা সস্তায় মিলছে ঘরোয়া রান✃্নার গ্যাসের সিলিন্ডার!)
আরও পড়ুন: চাল রফতানির ওপর নিষেধা📖জ্ঞা শিথিলের ভাবജনা সরকারের, ঘরোয়া বাজারে পড়বে কোন প্রভাব?
আরও পড়ুন: আগামী ৩ মাসও পোয়া বারো রাজ্য 🌜সরকা🉐রি কর্মীদের, মিলবে বাড়তি DA, বরাদ্দ ১১২৯ কোটি
গত ৩১ জানুয়ারি হেমন্তকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর থেকে জেলেই ছিলেন। অবশেষে জুনে তাঁকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। জমি জালিয়াতি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে ২৮ জুন থেকে ছাড়া পান হেমন্ত। তবে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে হেমন্তের জামিনের রায়ে স্থগিতাদেশ চাইল ইডি। এদিকে চলতি বছরের শেষের দিকেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৮১ আসন-বিশিষ্ট ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হবে আগামী নভেম্বর-ডিসেম্বরে। তার আগে হেমন্ত ফের জেলে গেলে জেএমম-কংগ্রেস জোটের কাছে তা বড় ধাক্কা হতে পারে। (আরও পড়ুন: টেকঅফ করতেই প꧃ড়ে গেল বোয়িংয়ের চাকা! তারপর বিমানের যা হল… দেখুন ভাইরাল෴ ভিডিয়ো)
আরও পড়ুন: আন্তরিক আলিঙ্গন থেকে নৈশভোজ,🤪 পুতিন-মোদী 'কেমিস্ট্রি' দেখে কী✱ বলল আমেরিকা?
প্রসঙ্গত, জমি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় গ্রেফতার হন হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে রাজ্য়পালের কাছে গিয়ে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে আসেন। ইডি তদন্তকারীদের দাবি, তাঁদের কাছে প্রমাণ রয়েছে যে রাঁচিতে জমি সংক্রান্ত অনিয়মের মূল সুবিধাভোগী হেমন্ত। এই মামলায় হেমন্তের আগে একজন আইএএস সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। রেজিস্ট্রার অফিসে রেকর্ড জাল করে জমির জালܫ দলিল তৈরি করে দালাল ও ব্যবসায়ীদের একটি নেটওয়ার্ক বছরের পর বছর ধরে এই জালিয়াতি চালানো হয়েছিল বলে অভিযোগ। এই আবহে গত বছরের অগাস্ট মাস থেকে অন্তত সাতবার হেমন্তকে তলব করেছিল ইডি। এই সব ক্ষেত্রেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন হেমন্ত। তবে চলতি বছরের শুরুর দিকে গ্রেফতার হন হেমন্ত। তাঁর বদলে ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পাই সোরেন। তবে হেমন্ত জেল থেকে ছাড়া পেতেই পদত্যাগ করেন চম্পাই। ফের ঝাড়খণ্ডের মসনদে বসেন হেমন্ত।