ভোজ্য তেল শিল্প সংস🍌্থা বলছে, 'ভারত সরকারকে অবশ্যই পাম তেলের নিষেধাজ্ঞা নিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে কথা বলতে হবে৷'
ইন্দোনেশিয়ার পাম তেল রফতানি বন্ধ হলে ক্ষতি হবে ভারতের। সে দেশের সঙ্গে তাই আলোচনায় বসুক কেন্দ্র সরকার। এমনই দাবি জাতীয় ভোজ্য তেল শিল্প সংগঠনের। আরও পড়ুন : Jio🎃: ইনস্টলেশনের খরচ লাগবে না! ৩৯৯ টাকায়ཧ অঢেল ডেটা, OTT
সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের (SEA) দাবি:
'আমরা সরকারকে ভোজ্য তেল রফ👍তানি নিষেধাজ্ঞার বিষয়ে সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার পরামর্শ দিয়েছি। নতুবা এটি আমাদের অভ্যন্তরীণ বাজারে গুরুতর প্রভাব ফেলবে। কারণ আমাদের মোট পাম তেলের অর্ধেকই ইন্দ💛োনেশিয়া থেকে আমদানি করা হয়। অন্য কেউ তা পূরণ করতে পারবে না,' এসইএ-র ডিরেক্টর জেনারেল বি ভি মেহতা পিটিআইকে এমনটাই জানিয়েছেন। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সঙ্গে এসইএ যোগাযোগ করছে, জানান তিনি।
কবে থেকে রফতানি বন্ধ করবে ইন্দোনেশিয়া?
আগামী ২৮ এপ্রিল থেকে বিদেশে পাম তেল রফতানি বন্ধ ﷺকরবে ইন্দোনেশিয়া।